আবারো বড় ধাক্কা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিশেষ খবর রাজ্য November 8, 2017 একদিকে যখন কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একের পর এক খুশির খবর আসছে, তখন রাজ্য সরকারি কর্মীদের দুঃখ ক্রমশ বাড়ছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ইতিমধ্যেই কার্যকর হয়েছে সপ্তম বেতন কমিশন, খুব তাড়াতাড়ি বাড়তে পারে সর্বনিম্ন বেতন। বর্তমানে ন্যূনতম মূল বেতন ৭ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১৮ হাজার টাকা, যা খুব তাড়াতাড়ি হতে পারে ২৫ হাজার টাকা। এই পরিস্থিতিতে ষষ্ঠ বেতন কমিশনের দিকেই তাকিয়ে রাজ্য সরকারি কর্মীরা, কিন্তু তাঁদের সম্পূর্ণ হতাশ করে অভিরূপ সরকারের নেতৃত্বাধীন ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বাড়ানো হল আরও এক বছর। আগামী বছর অর্থাত্ ২০১৮ সালের ২২ নভেম্বর পর্যন্ত ওই কমিশনের মেয়াদ বাড়িয়েছেন অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি। ফলে আগামী এক বছর অন্তত কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের বেতন বৈষম্য ঘোচার কোনো জায়গা নেই। ২০১৫ সালের নভেম্বরে অভিরূপ সরকারকে মাথায় রেখে ষষ্ঠ বেতন কমিশন গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বেতন কাঠামো বদল নিয়ে ‘ধীরে চলো’ নীতি রাজ্য সরকার নেওয়ায় ক্রমশ হতাশা গ্রাস করছে রাজ্য সরকারি কর্মীদের। আপনার মতামত জানান -