এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর সাথে পোস্টারে জ্বলজ্বল করছেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল, বেসুরো সাংসদ

শুভেন্দুর সাথে পোস্টারে জ্বলজ্বল করছেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল, বেসুরো সাংসদ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এই মুহূর্তে বাংলার রাজনীতিতে সবথেকে বেশি আলোচ্য খবর হল তৃণমূল শিবিরের শুভেন্দু অধিকারী বনাম তৃণমূলের বেড়ে চলা দূরত্ব। পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখান থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই দূরত্ব আর মেটার নয়। উপরন্তু বর্তমানে তৃণমূল শিবিরের ছোট-বড় সমস্ত স্তরে গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপকভাবে ছেয়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই গোষ্ঠীদ্বন্দ্ব না মেটাতে পারলে যে আগামী দিনের বিপর্যয় এড়াতে পারবে না ঘাসফুল শিবির, সেকথা স্পষ্ট। শুভেন্দু অধিকারী মন্ত্রীত্ব ছেড়ে দিয়েছেন বেশ কিছুদিন হল। পাশাপাশি তাঁর দলবলের জল্পনাও এই মুহূর্তে তুঙ্গে।

তবে এবার শুভেন্দু অধিকারীর সঙ্গে তালে তাল মিলিয়ে একে একে রাজ্যের তৃণমূল শিবিরের বিক্ষুব্ধদের মতামত প্রকাশ পাচ্ছে। কিছুদিন আগেই শুভেন্দু অধিকারীর পোস্টার ঘিরে বিতর্ক শুরু হয়েছে আর এবার সেই পোস্টারেই দেখা গেল বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলকে যা রীতিমতো অস্বস্তি বাড়িয়েছে তৃণমূল শিবিরের। দুর্গাপুরের 27 নম্বর ওয়ার্ডের বিধাননগরের বিভিন্ন জায়গায় মঙ্গলবার সকালে শুভেন্দু অধিকারী এবং সুনীল মণ্ডলের যৌথ ব্যানার দেখা গেল সর্বত্র। আর এই ব্যানার নিয়ে শুরু হয়েছে প্রবল চাঞ্চল্য দুর্গাপুরে। ব্যানারে লেখা থাকছে ‘সুনীলদা আমরা শুভেন্দুদার সঙ্গে তোমাকেও চাই’।

বলাই বাহুল্য এই পোস্টারের সৃষ্টিকর্তা ‘আমরা দাদার অনুগামী’র সদস্যরা। অন্যদিকে সুনীল মণ্ডলকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি পাল্টা দলের তীব্র সমালোচনা করলেন। প্রকাশ্যে সাংসদ সুনীল মণ্ডল এ দিন পরিষ্কার জানিয়ে দেন পোস্টার লিখতে কাউকেই বারণ করা যাবেনা। কারণ মানুষের ক্ষোভের প্রকাশ পাচ্ছে বর্তমানে। পাশাপাশি তিনি দলের পরিকাঠামোগত সমস্যা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। দলে যে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে, সে কথাও স্পষ্ট করে বলেন তিনি। তবে দলের বিরুদ্ধে বলতে গিয়ে এদিন বিস্ফোরক মন্তব্য করেন সুনীল মন্ডল। তিনি বলেন, আর বেশি দেরি নেই। এবার তৃণমূল শিবিরে খুব তাড়াতাড়ি ভাঙন ধরবে। এখনো যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে বিপদ অবশ্যম্ভাবী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কয়েকদিন আগেই কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী দলীয় ফাটল নিয়ে সরব হয়েছিলেন। যদিও পরে তিনি গেরুয়া শিবিরে যোগদান করেন। কিন্তু বর্তমানে শুভেন্দু অধিকারীর পাশাপাশি তৃণমূলের জটু লাহিড়ী, শীলভদ্র দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়সহ অনেকেই দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন প্রকাশ্যে। এদিকে তৃণমূলের আর এক নেতা অরূপ রায় বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে সুর চড়িয়েছেন। স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে গোষ্ঠী কোন্দলের। এই মুহূর্তে তৃণমূল শিবিরের জন্য যে সময়টা খুব একটা ভালো যাচ্ছেনা সে কথা মেনে নিচ্ছেন সবাই। অন্যদিকে খুনের চক্রান্তের অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দাবিতে তাঁর অনুগামীরা এবার দ্বারস্থ হচ্ছেন রাজ্যপালের বলে জানা যাচ্ছে।

বিধানসভা নির্বাচনের আবহে যেখানে বাংলার শাসকদল একজোট হয়ে লড়াইয়ে নামবে, সেখানে ব্যাপক ভাঙনের ছবি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই চিত্রপট যদি অতিশীঘ্র না পাল্টায়, তাহলে অবশ্যম্ভাবী তৃণমূল শিবিরের সামনে একুশের বিধানসভা নির্বাচন যে বড় বিপদ ডেকে আনবে সে কথা বলাই বাহুল্য। অন্যদিকে শুভেন্দু অধিকারী জট কিন্তু এখনো কাটেনি। কারণ শুভেন্দু অধিকারী এখনও স্পষ্ট করেননি তাঁর রাজনৈতিক অবস্থান। তবে পোস্টার বিতর্ক কিন্তু অন্যদিকেই ইঙ্গিত করছে। শুভেন্দুর সাথে যে ক্রমশ রাজ্যের অন্যান্য নেতারাও গিয়ে যোগ দিচ্ছেন তা কিন্তু দিনদিন স্পষ্ট হচ্ছে। সব মিলিয়ে বর্তমানে বাংলার রাজনীতি এই মুহূর্তে উত্তাল হয়ে রয়েছে।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!