এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ‘কিছু কিছু রাজনৈতিক দল বাইরে থেকে, পারলে অন্য গ্রহ থেকে লোক নিয়ে এসে রাজনীতি করছে। দাবি তৃণমূলের

‘কিছু কিছু রাজনৈতিক দল বাইরে থেকে, পারলে অন্য গ্রহ থেকে লোক নিয়ে এসে রাজনীতি করছে। দাবি তৃণমূলের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বেশ কিছুদিন ধরেই তৃণমূল শিবির থেকে বহিরাগত ইস্যু নিয়ে ক্রমাগত আক্রমণ চলছে বিজেপির বিরুদ্ধে। প্রসঙ্গত, 2021 এর বিধানসভা নির্বাচন গেরুয়া শিবিরের কাছে এই মুহূর্তে পাখির চোখ। আর সেই লক্ষ্য জেতার জন্য বঙ্গ বিজেপি নেতারা ছাড়াও পশ্চিমবঙ্গকে পাঁচটি জোনে ভাগ করে দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় নেতারা। আর এই কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে যত ক্ষোভ তৃণমূল শিবিরের। প্রথম থেকেই এই কেন্দ্রীয় নেতাদের ‘বহিরাগত’ বলে ক্রমাগত আক্রমণের সুর চড়াচ্ছে রাজ্যের ঘাসফুল শিবির। আর এবার আক্রমণের ঝাঁঝ আরেকটু বাড়িয়ে মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

সূত্রের খবর, তৃণমূল ভবনে রুটিনমাফিক সাংবাদিক বৈঠক করেন তিনি। এবং সেখানেই নাম না করে তিনি বলেন, বেশ কিছু রাজনৈতিক দল বাইরে থেকে পারলে অন্য গ্রহ থেকে লোক নিয়ে এসে রাজ্যের রাজনীতি করছে। এ প্রসঙ্গে সুব্রত মুখোপাধ্যায় আরও বলেন, বাইরে থেকে লোক নিয়ে এসে কিংবা ভাড়াটে লোক নিয়ে আসে রাজনীতি করলে মোটেই তাতে কোনো রকম স্বচ্ছতা থাকেনা। মানুষ এই বহিরাগত রাজনীতিকে পুরোপুরি ত্যাগ করে। এত কথা যে বিজেপিকে ইঙ্গিত করে বলা হচ্ছে তা বুঝতে কারোর বাকি থাকেনা। অন্যদিকে বহিরাগত প্রসঙ্গে গেরুয়া শিবির প্রথম থেকেই বলে আসছে- বাংলায় যারা এসে রাজনীতি করছেন, তাঁরা ভারতের নাগরিক।

সর্বভারতীয় দলের কেন্দ্রীয় নেতারা যে কোন রাজ্যে যখন খুশি যেতে পারেন। সেখানে ‘বহিরাগত’ প্রসঙ্গকোনোভাবেই খাটেনা। অন্যদিকে সুব্রত মুখোপাধ্যায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু উল্লেখ করেন, লোকসভা ভোটের প্রচারের। দেড় বছর আগে লোকসভা নির্বাচনের প্রচারে কামারহাটিতে বাংলাদেশের অভিনেতাকে নিয়ে এসে রোড শো করিয়েছিলেন মদন মিত্র। এমনকি ঢাকা থেকে এসেছিলেন ফিরদৌস তৃণমূলের হয়ে ভোটের প্রচারে। পাশাপাশি অভিনেতা নূর এ দেশে এসেছিলেন অভিনয় করতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু রাজনৈতিক প্রচারে গিয়ে তাঁকে কালো তালিকাভুক্ত হয়ে দেশ ছেড়ে চলে যেতে হয়। অন্যদিকে বিজেপির উত্তরকন্যা অভিযান নিয়ে ইতিমধ্যেই আলোড়ন উঠেছে বাংলার রাজনৈতিক মহলে। আর সে প্রসঙ্গে সুব্রত মুখোপাধ্যায় এদিন বলেন, উত্তরকন্যা অভিযানে বিজেপি এমন পরিস্থিতি তৈরি করেছিল যেখানে পুলিশ গুলি চালাতে পারতো। কিন্তু পুলিশ তা না করে কেবল লাঠি হাতে তাড়া করেছিল। বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যু ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে টানাপোড়েন।

আর তাই নিয়ে তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, বিজেপি কর্মীদের নিজেদের গন্ডগোলের মধ্যেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পাশাপাশি তিনি জানান, শর্টগান পুলিশ কখনোই ব্যবহার করেনা। অন্যদিকে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র যেভাবে প্রেসকে আক্রমণ করেছেন তা নিয়ে সুব্রত মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি অবশ্য মহুয়া মৈত্র সম্পর্কে বিশেষ কোনো কথা বলেননি। শুধু জানিয়েছেন, প্রেসের সঙ্গে রাজ্যের শাসক দল বরাবরই সুসম্পর্ক বজায় রাখে।

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যের অন্যতম দুই দল তৃণমূল এবং বিজেপি মুখ্য প্রতিপক্ষ হিসেবে রাজনৈতিক ময়দানে অবতরণ করছে। লড়াই যে এবার কোন দলের পক্ষেই বিশেষ সুবিধাজনক হবেনা, সে কথা বরাবর জানিয়ে আসছেন রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই অবস্থায় চলছে দুদলের একে অপরকে তীব্র আক্রমণ, তীব্র কটাক্ষ প্রতিমুহূর্তে বেড়ে চলেছে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বহিরাগত ইস্যু এই মুহূর্তে বাংলার রাজনৈতিক মহলে ব্যাপকভাবে সাড়া ফেলেছে বলে জানা যাচ্ছে। আর এই নিয়ে যে দু’দলের মৌখিক লড়াই চলবে, সে কথা বলাই বাহুল্য।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!