এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > জয়প্রকাশ মজুমদারকে নিয়ে নতুন করে বিতর্কের অশান্তি শুরু বিজেপিতে

জয়প্রকাশ মজুমদারকে নিয়ে নতুন করে বিতর্কের অশান্তি শুরু বিজেপিতে


সদ্য দলে যোগ দিয়েছেন মুকুল রায়, বিজেপি নেতা-কর্মীদের মধ্যে একটা যেন নতুন উদ্যম তার মাঝেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে জয়প্রকাশ মজুমদারকে ঘিরে। জয়প্রকাশ বাবু কিছুদিন আগেও সক্রিয়ভাবে কংগ্রেস করতেন, পরে কংগ্রেস ত্যাগ করে যোগ দেন বিজেপিতে। মুকুল বাবু বিজেপিতে যোগ দেবেন বা নতুন দল খুলবেন এই নিয়ে যখন ধোঁয়াশা চলছে, তখন হঠাৎ করে নিজের টুইটার থেকে তিনি টুইট করেন, রাজ্য বিজেপিকে লাটে তোলার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ট্রোজান হর্স’ মুকুল রায়কে পাঠানো হয়েছে। সোজা ভাষায়, মুকুল বাবুকে বকলমে তিনি ‘ভাইরাস’ আখ্যায়িত করেন।
অথচ এই মুকুলবাবুই যেদিন রাজ্য বিজেপির সদর দফতরে আসেন, সেদিন ঠিক তার চেয়ারের পিছনেই ঠায় দাঁড়িয়ে ছিলেন তিনি। এখনও পর্যন্ত জয়প্রকাশ ওই ট্যুইট ফিরিয়ে নেননি, অথবা ট্যুইট নিয়ে কোনও সাফাইও দেননি। আর তাই তাঁর এই ট্যুইটে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিজেপির অন্দরে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে একটি মহল থেকে। এখন দেখার এই টুইট বিতর্কে কোথাকার জল কোথায় গড়ায়। কিন্তু তাঁর ওই টুইটের জেরে দলীয় কর্মীদের অস্বস্তি বেশ স্পষ্ট সোশ্যাল মিডিয়ায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!