এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  নির্বাচনে হার-জিত আছে, কিন্তু তাই বলে এই অসভ্যতা? আসানসোলে নিজেদের রূপ দেখালো তৃণমূল!

 নির্বাচনে হার-জিত আছে, কিন্তু তাই বলে এই অসভ্যতা? আসানসোলে নিজেদের রূপ দেখালো তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ফলাফলের আশা করেছিল, তার ধারে কাছেও তারা যেতে পারেনি। ২০১৯ সালে তাদের জেতা অনেক আসনেই তাদেরকে পরাজিত হতে হয়েছে। বড় বড় গর্জন সার হয়ে গিয়েছে বিজেপি নেতাদের। একের পর এক জায়গায় তৃণমূল প্রার্থীদের জয়ের মার্জিন যেভাবে বেড়েছে, তাতে প্রচন্ড অস্বস্তিতে বঙ্গ বিজেপি।

আর সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনে জয় পরাজয় থাকলেও এই রাজ্যের শাসক দল যে এবারের নির্বাচনে জেতার পর আবার চূড়ান্ত প্রতিহিংসার রাস্তা বেছে নেবে, তা একপ্রকার ধরে নেওয়া হয়েছিল। তাই ফলাফল প্রকাশ হতে না হতেই আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে উদ্দেশ্য করে তৃণমূলের চূড়ান্ত অসভ্যতা সামনে চলে এলো।

সূত্রের খবর, এদিন আসানসোলের ফলাফল প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই বাইরে বেরিয়ে যান বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। যেখানে বিপুল ভোটে জয়লাভ করেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। আর তখনই তৃণমূলের একটি অংশের কর্মী সমর্থকরা বিজেপি প্রার্থীকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, নির্বাচনে তো জয় পরাজয় থাকবে। তাই বলে তৃণমূল জিতেছে জন্য বিজেপি প্রার্থীকে উদ্দেশ্য করে এই ধরনের হেনস্থা কেন?

এটা কোন রুচির পরিচয় দিচ্ছে এই রাজ্যের শাসক দল! যে যত ভোটে জিতবে, তাদেরকে তো তত বেশি নমনীয় হতে হয়। কিন্তু এই রাজ্যের শাসক দল যে মানুষের জনাদেশ নেওয়ার পরেও হিংস্রতা থেকে নিজেদের সরিয়ে আনবে না, তা আজকের এই ঘটনার পর আরও স্পষ্ট করে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!