এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > নতুন আতঙ্কের প্রহর গুনছে সুন্দরবন, চ্যালেঞ্জের মোকাবিলায় কোমর বেঁধে নামছে রাজ্য সরকার

নতুন আতঙ্কের প্রহর গুনছে সুন্দরবন, চ্যালেঞ্জের মোকাবিলায় কোমর বেঁধে নামছে রাজ্য সরকার


সুন্দরবনের দুর্দশার আর শেষ হচ্ছেনা। একেতো করোনার মারণথাবা, তারপর সম্প্রতি হয়ে যাওয়া আমফানের তাণ্ডবলীলা, দুইয়ে মিলে সুন্দরবনের সাধারণ মানুষ চরম অসহায়তার মধ্যে দিয়ে দিন কাটাছহে বলে জানা যাচ্ছে। একে তো মাথার ওপর ছাদ নেই, খাবারের জন্য ত্রাণের ওপর ভরসা, পানীয় জলটুকুও পাওয়া যাচ্ছেনা। গত বিধ্বংসী ঝড়ে বহু বাড়ির ছাদটুকুও উড়ে গেছে। এই অবস্থা সুন্দরবনের মানুষের বর্তমানে রাত কাটানোর জায়গা হয়ে উঠেছে ত্রাণশিবির।

এরমধ্যে এবার কোটালের রক্তচক্ষু সুন্দরবনের মানুষদের জন্য আতঙ্ক তৈরী করেছে। এইমুহুর্তে বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকের আঁটপুর গ্রামের কোকিলপুরের বুড়ি নদীর বাঁধ প্রায় 100 ফুট ভেঙে বিস্তীর্ণ এলাকা জলের তলায়। পাশাপাশি আমফান তাণদবের ফলে এই মুহুর্তে সুন্দরবনের সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ, হাড়োয়া সহ সুন্দরবন লাগোয়া ব্লকগুলির নদীবাঁধে দেখা গেছে ফাটল, রীতিমত ক্ষতিগ্রস্ত সেগুলি। এখনো জল নামেনি বহু গ্রামে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তারমধ্যেই এবার নতুন আতঙ্ক সুন্দরবনের ভরা কোটাল। সাধারণ মানুষ থেকে গবাদি পশু সবাই এখনো জলবন্দী সুন্দরবনে, এর অপরে যদি ভরা কোটালের জোরে বাঁধ ভেঙে জল ঢোকে গ্রামে, তাহলে আর দুর্দশার শেষ থাকবেনা। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে ভাঙা বাঁধ পরিদর্শনে যান উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের পূর্ত কর্মাধ‍্যক্ষ নারায়ন গোস্বামী, মিনাখাঁর বিধায়ক ঊষারানী মন্ডল, মিনাখাঁ বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল, উত্তর ২৪ পরগণা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র, মিনাখাঁর বিডিও শেখ কামরুজ্জামান ও সেচ দপ্তরে আধিকারিকরা।

ইতিমধ্যে সুন্দরবনে ভাঙা বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে সেখানকার বিডিওর তত্ত্বাবধানে। অন্যদিকে সুন্দরবনের ত্রাণ শিবিরগুলোতেও পর্যাপ্ত খাদ্য পৌঁছে দেবার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এইমুহুর্তে সুন্দরবনের গরীব অসহায় মানুষগুলির দুর্দশা কোনো লেখায় বরণনা করা যাবে না বলে মত বিশেষজ্ঞদের। যখন আয়লা এসেছিল তার আঘাত এখনো সুন্দরবন ভোলেনি, তারমধ্যেই নতুন করে আমফান পুরনো ঘা উসকে আবার দগদগে করে দিল সুন্দরবনের মানুষের। আপাতত ভরা কোটালের আঘাত যেন না এসে পড়ে সুন্দরবনে তার জন্য প্রসাশনও যথেষ্ট চিন্তিত বলে জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!