প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ‘অপারেশন সিঁদুর’-এর সমর্থনে ফেসবুকে পোস্ট করার পর এক গৃহবধূকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার এক তরুণের বিরুদ্ধে। ঘটনার পর ডায়মন্ড হারবার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করে। পুলিশ পাঁচ দিনের হেফাজতের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। অভিযুক্ত তরুণ বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং তদন্ত জারি আছে।
ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপারের কাছে ওই গৃহবধূ লিখিত অভিযোগ জানানোর পরই পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়। অতিরিক্ত পুলিশ সুপার মিতুনকুমার দে-র নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়। তদন্তে জানা যায়, হুমকির বার্তাটি একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছিল। পরে ফেসবুক কর্তৃপক্ষের সহায়তায় সেই অ্যাকাউন্টের প্রকৃত মালিককে শনাক্ত করা হয়। শনাক্ত করার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়, যিনি ফলতা থানা এলাকার বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার মিতুন জানান, অভিযুক্ত প্রথমে এলাকা ছেড়ে ওড়িশায় পালিয়ে যান। তদন্তে সেই তথ্য মেলায়, পুলিশ ওড়িশায় গিয়ে অভিযান চালায় এবং সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে ডায়মন্ড হারবারে আনা হয়। অভিযুক্তের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন ও ফৌজদারি ধারায় মামলা রুজু হয়েছে।
উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের পহেলগাওঁয়ে জঙ্গি হামলার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাক-অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও হামলার চেষ্টা করে, যা ভারতীয় সেনা প্রতিহত করে। দু’দেশের মধ্যে টানা তিন দিনের সংঘর্ষের পরে আপাতত যুদ্ধবিরতির চুক্তি কার্যকর রয়েছে। এই ঘটনার প্রসঙ্গে গৃহবধূর ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই এমন হুমকির ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।