প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কাশ্মীরে জঙ্গি হামলার পাল্টা পাকিস্তানে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারত। যার প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ। যেভাবে জঙ্গিদের উৎখাত করা হয়েছে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়ে পাকিস্তানকে জবাব দেওয়া হয়েছে, তাতে কোমর ভেঙে গিয়েছে তাদের। তবে দেশের ভেতরেও যারা দেশের খেয়ে দেশের গাদ্দারি করছে, এবার তাদের বিরুদ্ধে প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্র। পাকিস্তানকে জবাব দিতে যেমন অপারেশন সিঁদুর চালানো হয়েছে, ঠিক তেমনই বাংলার সরকারকে উৎখাত করতে অপারেশন বাংলা চালানো হবে বলে জানিয়ে দিয়েছিলেন সুকান্ত মজুমদার। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে যে কথা বললেন, তাতে প্রশ্ন উঠছে যে, বাংলায় যেভাবে সন্ত্রাস বিরোধীদের উৎপাত বাড়ছে, তাতে কি এবার এই রাজ্যেও চলবে অপারেশন সিঁদুর?
বলা বাহুল্য, পাকিস্তানকে জবাব দেওয়ার ক্ষেত্রে যে অপারেশন সিঁদুর চালানো হয়েছে, তাতে ঐক্যবদ্ধ গোটা দেশ। তবে পশ্চিমবঙ্গের যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে রোহিঙ্গা থেকে শুরু করে অনুপ্রবেশকারীরা রোজ পশ্চিমবঙ্গে ঢুকছে, তাতে চিন্তিত কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, বিরোধীদের অভিযোগ যে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী সন্ত্রাসীদের পক্ষ নিচ্ছে। আর সেই কথাই তুলে ধরে অপারেশন সিঁদুর যে এখনও শেষ হয়নি, তা বলে কি এই রাজ্যের সরকারকেই সতর্ক করে দিলেন অমিত শাহ? অন্য দেশকে শিক্ষা দেওয়ার মাঝেই এবার কি দেশের ভেতরে থাকা যে সমস্ত অঙ্গরাজ্য রয়েছে, সেখানে প্রভাবশালী ব্যক্তিরা যেভাবে সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে, এবার তাদের টাইট দিতে কি দেশের মধ্যেই চালানো হবে অপারেশন সিঁদুর?
গতকাল নেতাজী ইন্ডোরের সভা থেকে সরাসরি মুখ্যমন্ত্রীকে নাম না করে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “আপনি যত ইচ্ছে পাকিস্তানের পাঠানো সন্ত্রাসবাদীদের পক্ষ নিন। এটা নরেন্দ্র মোদীর সরকার, বিজেপির সরকার। আমি বলে যাচ্ছি, অপারেশন সিঁদুর শেষ হয়নি।” আর এখানেই অনেকে প্রশ্ন করছেন যে, অমিত শাহের এই মন্তব্য তো অত্যন্ত মারাত্মক। তিনি নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন এক অভিযোগে অভিযুক্ত করলেন, তাতে তো সর্বত্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সত্যিই কি তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পাকিস্তানের পাঠানো সন্ত্রাসবাদীদের পক্ষ নিচ্ছেন?
বিশেষজ্ঞরা বলছেন, অমিত শাহ যখন এই কথা বলেছেন, তখন তিনি খবর নিয়েই হয়ত বলেছেন। তবে এটা তো অত্যন্ত সত্যি কথা, বাংলা ক্রমশ দেশ বিরোধীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে। প্রতিদিন বোমা বারুদ বিস্ফোরন থেকে শুরু করে পাক গুপ্তচররা বাংলায় ঘাঁটি গেড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তাই সেদিক থেকে পাকিস্তানকে জবাব দেওয়া অপারেশন সিঁদুর নিয়ে বলতে গিয়ে ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চরম বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। “অপারেশন সিদুর এখনও শেষ হয়নি” বলে তিনি কি এটা বোঝানোর চেষ্টা করলেন যে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী পাকিস্তানের পাঠানো সন্ত্রাসবাদীদের পক্ষ নিলে এখানেও চলবে সেই অপারেশন সিঁদুর? প্রশ্নটা থেকেই যাচ্ছে রাজনৈতিক মহলে।