প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট -পাকিস্তানি এবং জঙ্গিগোষ্ঠী যে সমার্থক হয়ে দাঁড়িয়েছে তা বারবার করেও অভিযোগ করেছে ভারত। কাশ্মীরে জঙ্গি হামলার পাল্টা পাকিস্তানে অপারেশন সিঁদুর চালিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছে ভারত। তবুও পাকিস্তানের পক্ষ থেকে বড় বড় ডায়লগ শেষ হচ্ছিল না। তারা বোঝানোর চেষ্টা করছিল যে, না, তাদের কোনো দোষ নেই, উল্টে ভারতই তাদের ওপর মিথ্যে ভাবে হামলা করছে। তবে এবার পাকিস্তানের সেই সমস্ত ডায়লগ একেবারে গর্তে ঢুকে গেল।

প্রসঙ্গত, এদিন দিল্লিতে বিএসএফের একটি অনুষ্ঠানে উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই পাকিস্তানী যে জঙ্গি গোষ্ঠীকে মদত দিচ্ছে, সেই সম্পর্কে ভয়ংকর তথ্য ফাঁস করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা পাকিস্তানে সেনার ওপরে বা তাদের বায়ুসেনা ঘাঁটিগুলোতে কোনো আঘাত হানতে চাইনি। আমাদের টার্গেট ছিল, জঙ্গিঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়া, আমরা সেটাই করেছি। বিশ্ববাসী বুঝে গিয়েছে, সন্ত্রাস মানেই পাক মদত, আর অপারেশন সিঁদুর সন্ত্রাসকে শেষ করতে নেওয়া এবং অন্যান্য উদ্যোগগুলোর থেকে সবচেয়ে সঠিক ও অভেদ্য। যার প্রশংসা শুধু ভারতীয়রা নয়, গোটা বিশ্ব করেছে।”

একাংশ বলছেন, ভারত এমনি এমনি প্রত্যাঘাত নেয়নি। তারা বুঝে গিয়েছে যে, পাকিস্তান সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়। আর সেই কারণেই পহেলগাঁওয়ের ঘটনার পর পাকিস্তানের এই উস্কানি আর সহ্য করতে পারেনি ভারত। যার ফলেই ভারতের পক্ষ থেকে অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়ার মত কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও পাকিস্থানের এই ন্যাকামো এবং ন্যাকাকান্না সহ্য হচ্ছিল না ভারতের। পাকিস্তান গোটা বিশ্বের কাছে দেখানোর চেষ্টা করেছিল যে তাদের উপর অন্যায় ভাবে হামলা করছে ভারত কিন্তু তাদের এই নাটক যে শুধুই নাটকের সঙ্গে যে বাস্তবের কোন ভিত্তি নেই, তা বা স্পষ্ট করে দিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন যেহ পাকিস্তান সন্ত্রাসবাদকে আশ্রয় দিয়েছে, আর সেটা সকলেই জানে। তাই তাদেরকে তাদের মত করেই কড়া ভাষায় জবাব দেওয়া হয়েছে।