প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পাকিস্তানকে ভারত কড়া ভাষায় জবাব দেওয়ার পরেই বাংলাদেশকেও টাইট দেওয়ার দাবি উঠেছে ভারত জুড়ে। সম্প্রতি বাংলাদেশের লালমনিরহাটে চীনের সাহায্যে বায়ু সেরা ঘাঁটি নির্মাণের খবর এসেছে যার ফলে ভারতের চিকেন নেক এলাকাগুলোতে নিরাপত্তা নিয়ে বাড়তে শুরু করেছে চিন্তা। আর এবার সেই বিষয় নিয়েই এমন এক কথা বলে দিলেন আসামের মুখ্যমন্ত্রী, যার ফলে ভারতের চিকেন নেকে কিছু করার চিন্তা ভাবনা করতে এলেই তার ফল ভুগতে হবে বাংলাদেশের ইউনুস প্রশাসনকে।

প্রসঙ্গত, এদিন বাংলাদেশকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তিনি বলেন, “চট্টগ্রামের চিকেন নেক এতটাই সংকীর্ণ যে, একটা ঢিল ছুড়লেই হবে। এই আবহে আমাদের চিকেন নেক নিয়ে যখন আমরা কথা বলছি, তখন সেটা আমাদের আভ্যন্তরীণ নীতি এবং পরিকাঠামো উন্নয়নের জন্য বলি। ভারত সরকার যাতে এখানে টানেল এবং বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করে। আমাদের কেউ হাত দেওয়ার সাহস করবে না।”

আর এরপরেই বাংলাদেশের উদ্দেশ্যে আসামের মুখ্যমন্ত্রী বলেন, “ভারতের একটা চিকেন নেক আছে, আর বাংলাদেশের দুটো চিকেন নেক আছে। বাংলাদেশ যদি আমাদের একটা চিকেন নেকে হামলা করে, তাহলে আমরা ওদের দুটো চিকেন নেকে হামলা করে দেব। ওদের মেঘালয়তে একটা চিকেন নেক, আর একটা চিকেন নেক রয়েছে চট্টগ্রাম বন্দরের কাছে। সেটা আমাদের চিকেন নেক থেকেও সংকীর্ণ।”

বিশেষজ্ঞরা বলছেন, আসামের মুখ্যমন্ত্রী এই বক্তব্যের মধ্যে দিয়ে বাংলাদেশ সরকারকে সবক শেখানোর চেষ্টা করলেন। কেননা সাম্প্রতিককালে বারবার করে এই আশঙ্কা মাথাচাড়া দিয়েছে যে, ভারতের চিকেন নেক এরিয়াগুলোতে বাংলাদেশ কিছু একটা করার চেষ্টা করছে। তাই সেই বিষয়েই এবার বাংলাদেশকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে কিছু করার চেষ্টা হলে যে পাল্টা প্রত্যাঘাত হবে, পাকিস্তানের মতই যে বাংলাদেশকে কড়া শিক্ষা দেবে ভারত, তা স্পষ্ট ভাষায় রাখঢাক না করেই জানিয়ে দিলেন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। আর হিমন্ত বিশ্বশর্মার এই মন্তব্য নিশ্চিত করেই বর্তমান পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশে থেকে যারা চক্রান্ত করছেন, তাদের তো বটেই, এমনকি মহম্মদ ইউনুসের আতঙ্ককে চরমভাবে বাড়িয়ে দেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।