এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পঞ্চায়েতের পদ বিক্রিতে জড়িত আরাবুল ইসলাম! শওকতের বক্তব্যে টালমাটাল ঘাসফুল শিবির!

পঞ্চায়েতের পদ বিক্রিতে জড়িত আরাবুল ইসলাম! শওকতের বক্তব্যে টালমাটাল ঘাসফুল শিবির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীর্ঘদিন ধরেই জেলবন্দী রয়েছেন তৃণমূলের নেতা আরাবুল ইসলাম। মাঝেমধ্যেই বিরোধীরা দাবি করে, আরাবুল ইসলাম গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। তিনি শওকত মোল্লার কারণেই জেলের মধ্যে রয়েছেন। আর এই পরিস্থিতিতে এবার সেই শওকত মোল্লার নিশানায় পড়তে দেখা গেল জেলবন্দী আরাবুল ইসলামকে। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা যে বক্তব্য রাখলেন, তা রীতিমত চমকে দিচ্ছে রাজনৈতিক মহলকে।

সূত্রের খবর, এদিন বিস্ফোরক মন্তব্য করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। যেখানে তিনি বলেন, “পঞ্চায়েতের পদ কোথাও কোথাও 6 লক্ষ টাকা থেকে শুরু করে ২৫, ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করেছে। অনেকে কবুল করেছে, এর মূল নায়ক আরাবুল ইসলাম।” স্বাভাবিকভাবেই জেলে থাকা আরাবুল ইসলামকে নিয়ে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার এই ধরনের বক্তব্য অস্বস্তি তৈরি করেছে তৃণমূলের মধ্যে।

প্রশ্ন উঠছে, তাহলে কি বিরোধীরা এতদিন আরাবুল ইসলামের জেলে থাকা নিয়ে শওকত মোল্লার দিকে যে অভিযোগ তুলতেন, তা সত্যি? ভাঙ্গরের আরাবুল ইসলাম কি শওকত মোল্লার দুচোখের বিষ ছিলেন? ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের এদিনের মন্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!