এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পৌরভোটে প্রার্থী তালিকা কবে প্রকাশ করবে তৃণমূল? সামনে এলো বড় সিদ্ধান্ত!

পৌরভোটে প্রার্থী তালিকা কবে প্রকাশ করবে তৃণমূল? সামনে এলো বড় সিদ্ধান্ত!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরেই রাজ্যের কলকাতা এবং হাওড়া পৌরসভা নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। তৃণমূল থেকে শুরু করে বিজেপি, সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরাই তাকিয়ে রয়েছে, তাদের দল প্রার্থী হিসেবে কাদের নাম ঘোষণা করে। আর এই পরিস্থিতিতে কলকাতা এবং হাওড়া পৌরসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করতে বড় সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস।

 

সূত্রের খবর, তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণার ব্যাপারে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মূলত, এই দুই পৌরসভার নির্বাচনের ক্ষেত্রে আগামী 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। আর তারপরেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ ঘাসফুল শিবির প্রার্থী তালিকা ঘোষণা করতে বিন্দুমাত্র সময় নষ্ট করতে চাইছে না।

 

এক্ষেত্রে প্রার্থী তালিকা ঘোষণা করে যাতে সকলে প্রচারে নেমে পড়ে, সেই চেষ্টাই করতে চাইছে তৃণমূল কংগ্রেস। অন্তত তাদের এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে সেটাই পরিষ্কার হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে তৃণমূলের প্রার্থী তালিকায় কার কার নাম থাকে, কতটা চমক থাকে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!