বেলা গড়ানোর সাথে সাথে সবং জুড়ে অশান্তির অভিযোগ, তীর শাসকদলের দিকে রাজ্য December 21, 2017 শাসকদলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে শুরু হয়েছিল সবং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। শাসক থেকে বিরোধী সকলেই জিততে ঝাঁপিয়েছে। প্রসঙ্গত সবং বিধানসভা কেন্দ্র প্রাক্তন কংগ্রেস নেতা ও বর্তমান মানস ভুঁইয়া বহু বছর ধরে জিতে আসছেন আর নিজের গড় করে নিয়েছেন। স্ত্রী গীতারানি ভুঁইয়া তৃণমূলের প্রার্থী হলেও আসলে লড়াইয়ের মূল হলেন তিনিই। আর আজ সকল থেকেই তিনি খোশমেজাজেই আছেন। অন্যদিকে বিরোধীরা আবার অভিযোগ করেছেন যে তৃণমূল নাকি অস্ত্র দেখিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছে। তবে এই অভিযোগ পুরোপুরি নায়িকার করেছে শাসকদল সমেত মানসবাবু। তবে সবংয়ের মুরারিচকে অস্ত্র-সহ এক তৃণমূল নেতাকে পুলিশ গ্রেফতার করেছে বলেও জানা গেছে। আবার বিরোধীরা দাবি করেছে মকরানিচকে মারধর করে বিজেপির এজেন্টকে, পিংলায় বাম এজেন্টকে বুথ থেকে বের করে দিয়েছে তৃণমূল। পানপাড়া হাইস্কুলেও তাদের সমর্থকদের মারধর করে বের করে দিয়েছে বলে অভিযোগ সিপিআইএমের।সবংয়ের তেড়ুয়া, মকরামচকেও একই অভিযোগ উঠেছে। বিরোধীরা আরো অভিযোগ করেছে যে তৃণমূল নাকি কয়েকদিন ধরেই ভোটারদের ভয় দেখাচ্ছে কাল রাতেও ভয় দেখিয়েছে। পুলিশ সব জেনেও চুপ করে আছে। আপনার মতামত জানান -