এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কেন্দ্র বিরোধী মিছিল জোরদার করতে হেভিওয়েট মন্ত্রীদের পথে নামাচ্ছে তৃণমূল, সঙ্গে চলছে যোগদান

কেন্দ্র বিরোধী মিছিল জোরদার করতে হেভিওয়েট মন্ত্রীদের পথে নামাচ্ছে তৃণমূল, সঙ্গে চলছে যোগদান


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচন এবার প্রায় ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বাংলার রাজনৈতিক দলগুলির। আর তাই এবার প্রতিটি রাজনৈতিক দল জনগণের সামনে নিজেদের গুরুত্ব গড়ে তুলতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে। যেমন রবিবার হাওড়া শহরে তৃণমূলের বিশাল মিছিল বেরলো রাজ্যের হেভিওয়েট মন্ত্রীদের নেতৃত্বে। এই মিছিলের মুখ্য কারণ ছিল, রাজ্যের সঙ্গে কেন্দ্রের বিবিধ বিষয়ে মতানৈক্য। বরাবরই রাজ্য সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ক্রমাগত বঞ্চনা করা হয় বাংলাকে।

এরই সাথে সাম্প্রতিক কৃষি বি্লের প্রতিবাদেও এই মিছিল হয় বলে জানা গেছে। হাওড়ার মন্দিরতলা থেকে মল্লিক ফটক পর্যন্ত এই মিছিলের নেতৃত্বে ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। অন্যদিকে একই ইস্যুতে রবিবার বিকেলে দাসনগর থেকে হাওড়া ময়দান পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে আরও একটি মিছিল বের করা হয়, যার নেতৃত্বে ছিলেন দলের জেলা সভাপতি এবং রাজ্যের মন্ত্রিসভার আরেক গুরুত্বপূর্ণ সদস্য লক্ষ্মীরতন শুক্লা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিধানসভা নির্বাচন যত কাছে আসতে চলেছে, ততই গতি বাড়ছে দলবদলের বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে তৃণমূল একটু এগিয়ে আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রে গেরুয়া শিবির এবং বাম শিবির থেকে এক ঝাঁক কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূলে। তৃণমূল সূত্রের খবর, যোগদানকারীর সংখ্যা প্রায় 500 জন। দলবদলকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন এদিন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর (গ্রামীণ) তথা উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা। বিধায়ক সূত্রে জানা গেছে, দলবদলকারীরা দীর্ঘদিন ধরেই তৃণমূলে যোগ দেবেন বলে জানিয়ে আসছিলেন।

বিধানসভা নির্বাচনের আগে আরো বিরোধী কর্মীরা তৃণমূলে যোগ দেবেন বলে তিনি দাবি করেন। অন্যদিকে দলে যোগ দিয়েই দলবদলকারীরা জানিয়েছেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গী হতে চান। একইসাথে বিধায়ক সমীর পাঁজার সঙ্গেও তাঁরা কাজ করতে চান বলে জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, তৃণমূল শিবির হাওড়া জেলায় সাংগঠনিক বদল এনে বর্তমানে সংগঠন শক্তিশালী করার পথে। এবং সেই দৃশ্যই ধরা পরল রবিবার। তবে মনে করা হচ্ছে, গেরুয়া শিবিরও চুপ করে বসে থাকবেনা। সেক্ষেত্রে একুশের বিধানসভা নির্বাচন সেয়ানে সেয়ানে হতে চলেছে বলে মত রাজনৈতিক মহলের অনেকেরই।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!