এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রামনবমী নিয়ে প্রবল তরজা তৃণমূল ও বিজেপির, অভিযোগ ও পাল্টা অভিযোগে সরগরম বঙ্গ রাজনীতি

রামনবমী নিয়ে প্রবল তরজা তৃণমূল ও বিজেপির, অভিযোগ ও পাল্টা অভিযোগে সরগরম বঙ্গ রাজনীতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামীকাল রয়েছে রামনবমী। রামনবমীর দিনে বিজেপি রাজ্যে হিংসা ছড়িয়ে দেবার চক্রান্ত করছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, রাজ্য যাতে দাঙ্গাবাজদের হাতে চলে না যায়, সেদিকে নজর দিতে হবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পাল্টা জবাব দিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। এ প্রসঙ্গে তিনি জানালেন, আগামীকাল যদি কোনো গন্ডগোল বাঁধে, তবে তার দায় থাকবে তৃণমূলের।

আজ জিয়াগঞ্জের সভা থেকে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে তিনি জানান যে, বাংলা যাতে দাঙ্গাবাজদের হাতে চলে না যায়, সেদিকে সকলকে নজর রাখতে হবে। মাথা ঠান্ডা করে ভোট দিতে হবে সকলকে। কোন প্ররোচনায় পা দেওয়া চলবে না, অন্য কাউকে পা দিতে দেওয়াও যাবে না। এর পরই তিনি জানালেন, আগামীকাল রামনবমী শান্তিপূর্ণভাবে পালন করার আর্জি জানাচ্ছেন তিনি।

জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানালেন, তিনি সকলকে রামনবমীর আগাম শুভেচ্ছা জানাচ্ছেন। এখন রোজা চলছে। রোজার শুভেচ্ছাও জানালেন তিনি। মুখ্যমন্ত্রী জানালেন, তাঁরা এমন কিছু করবেন না, যাতে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধার সুযোগ করে দেয়া হয়। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে তিনি জানালেন, বিজেপির একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাতে যেন কেউ মদত না দেয়। ভোট হলো একটা বড় রাজনৈতিক যুদ্ধ। সেখানে বিজেপির প্ল্যান ভেঙে দিতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এভাবে বিজেপির বিরুদ্ধে একাধিক বিস্ফোরক বক্তব্য রাখার পর, তার পাল্টা জবাব দিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার জানালেন যে, মুখ্যমন্ত্রী(মাননীয়া) বিজেপির প্রতি ফাঁদ পাতার অভিযোগ করছেন। অন্যদিকে, তাঁর ডান হাত ফিরহাদ হাকিম গালাগালি দিয়েছেন, প্রকাশ্যে মারধর করার কথা বলছেন বিজেপিকে।

এর থেকেই বুঝতে হবে যে, কে প্ররোচনা দিচ্ছেন? মুখ্যমন্ত্রী আগে নিজের ঘর সামলান, তিনি আগে নিজের মন্ত্রীদের সামলান। এরপরই বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার জানালেন যে, আগামীকাল যদি কোনো গন্ডগোল বাঁধে, তবে তার দায় থাকবে তৃণমূল কংগ্রেসের। তৃণমূলকে প্ররোচনা ও উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকার বার্তা দিলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!