প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই শুরু হয়েছে পাল্টা অপারেশন। অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাটি উড়িয়ে দিয়েছে ভারত। তারপর মাঝেমধ্যেই কম বেশি কাশ্মীর উত্তপ্ত হয়েছে। কিন্তু সেরকম কোনো পরিস্থিতি সামনে আসেনি। তবে এবার বৃহস্পতিবার সকাল থেকেই সেনা এবং জঙ্গিদের মধ্যে শুরু হয়ে গেল গুলির লড়াই। যার ফলে কাশ্মীরের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে চিন্তায় গোটা দেশ।
জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের কিস্তোয়ার জেলার চাতরুর সিংপুর এলাকায় ইতিমধ্যেই জঙ্গিদের সঙ্গে সেনাদের গুলির লড়াই শুরু হয়েছে। যেখানে অপারেশন ত্রাসি” চালিয়ে “প্রথমেই গোটা এলাকা ঘিরে ফেলেছিল সেনাবাহিনী। পরবর্তীতে জঙ্গিদের পক্ষ থেকে গুলি চালানোর শুরু হতেই পাল্টা সেনার পক্ষ থেকে জবাব দেওয়া হয়। ইতিমধ্যেই এই ঘটনায় দুজন জঙ্গি প্রাণ হারিয়েছেন বলে খবর। তবে বাকি আরও জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
বলা বাহুল্য, পহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন কাশ্মীরের মানুষ। যেভাবে নিরীহ পর্যটকদের সেখানে গুলি করে খুন করেছে জঙ্গিরা, তা নিঃসন্দেহে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল সকলের কাছে। পরবর্তীতে ভারত-পাক যুদ্ধের আবহের পরিস্থিতিতে বারবার করে সব থেকে বেশি আতঙ্ক তৈরি হয়েছিল এই জম্মু-কাশ্মীর এলাকায়। আর বার সেখানে আবার জঙ্গিদের সঙ্গে সেনাদের গুলির লড়াই সেখানকার মানুষের চিন্তা ক্রমশ বৃদ্ধি করতে শুরু করে।
বিশেষজ্ঞদের মতে, কাশ্মীরকে ঠান্ডা করতে সেনাবাহিনীর পদক্ষেপ অবশ্যই প্রশংসার দাবি রাখে। বারবার করে এই কাশ্মীরিকে টার্গেট করে জঙ্গীরা নিজেদের ভিত মজবুত করার চেষ্টা করেছে। তবে এবার অপারেশন ত্রাসী চালিয়ে সেখানে জঙ্গিদের নিকেশ করার কাজ শুরু করে দিলো সেনাবাহিনী।