এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিল্লি গিয়েও ফিরে আসলেন কেন! দিদির ভাই শোভনের বিজেপি যোগ নিয়ে জল্পনা চরমে

দিল্লি গিয়েও ফিরে আসলেন কেন! দিদির ভাই শোভনের বিজেপি যোগ নিয়ে জল্পনা চরমে


বেশ কিছুদিন ধরেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র তথা বর্তমান বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছিল। তবে প্রথম থেকেই একদা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই শোভন চট্টোপাধ্যায় যাতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ না দেন, তার জন্য তার কাছে নানা দূত পাঠিয়ে দলে তার সক্রিয়তার বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী।

কিন্তু এই সমস্ত কিছুর উর্ধে উঠে সম্প্রতি কলকাতা থেকে দিল্লির বিমানে বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে উড়ে যেতে দেখা যায় তৃণমূল বিধায়ক শোভন চট্টোপাধ্যায়কে‌। আর তারপর থেকেই জল্পনা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে থাকে যে, তাহলে অবশেষে কি গেরুয়া উত্তরীয় নিজের গলায় পড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ভাই কানন!

আর রাজনৈতিক মহলের যখন এই জল্পনা চলছে, ঠিক তখনই দিল্লি গিয়েও বিজেপিতে যোগদান না করেই 12 ঘণ্টার মধ্যে ফের কলকাতায় ফিরে আসলেন শোভন চট্টোপাধ্যায়! কিন্তু কেন তার এই দিল্লি সফর ছিল! এখন তা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে সব মহলে।

অনেকেই বলছেন, বিজেপিতে অভিষেক হয়েও শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদান আটকে গেল আর তাই তিনি কলকাতাতে ফিরে এলেন। কিন্তু কেন এমনটা হল! নেটিজেনদের মতে, বিজেপিতে যোগদান নিয়ে এদিন দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় ও তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই সমস্ত কিছু পাকাপাকি করে এসেছেন তিনি।

তবে অনেকের আবার বক্তব্য, বিজেপিতে শোভন চট্টোপাধ্যায়কে নেওয়ার ব্যাপারে গেরুয়া শিবিরের কোনো আপত্তি না থাকলেও তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নেওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। আর তাইতো সেই জায়গা থেকে আরও কিছুটা ভাবনা চিন্তা করার জন্য নিজের বান্ধবীকে নিয়ে কলকাতায় ফিরে এসেছেন শোভনবাবু।

আবার অনেকে বলছেন ফেরার কারণ তিনি বড়সড় পদ চেয়েছেন নিজের জন্য এবং বৈশাখীর জন্য। কিন্তু তাঁকে পদ দিতে রাজি হলেও বৈশাখীকে পদ দিতে নারাজ বিজেপি। তাই শেষ পর্যন্ত কিছু হয় নি। তাই ফিরে এসেছেন।

অনেকে আবার আর এক ধাপ এগিয়ে গিয়ে দাবি করেছেন যে, কালকেই যোগ দেবার কথা ছিল। শোভনবাবুর দাবি মেনে অমিত শাহ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিতেন হয়তো কিন্তু কাজ পরে যাওয়ায় সেই যোগদানের অনুষ্ঠান আপাতত স্থগিত রয়েছে। আবার কদিন পরেই তিনি যোগ দেবেন।অনেকের মতে,তিনি ব্যাক্তিগত কাজেই গিয়েছিলেন যোগ দেবার হলে ডিলিয়তে গিয়ে বৈঠক করবেন কেন?

তবে বিজেপির তরফ থেকে অবশ্য এই ব্যাপারে সেই ভাবে মুখ খোলা হয়নি। গেরুয়া শিবিরের দাবি, অপেক্ষা করুন, অনেক চমক রয়েছে।অন্যদিকে আশ্চর্য জনকভাবে চুপ, শোভন ও বৈশাখী।

তবে বিজেপির তরফে শোভন চট্টোপাধ্যায়ের গেরুয়া শিবিরে অভিষেক নিয়ে যতই জল্পনা সৃষ্টি করা হোক না কেন, তৃণমূল কিন্তু তাদের এই দাবিকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। ঘাসফুল শিবিরের বক্তব্য, মমতা বন্দোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন শোভন চট্টোপাধ্যায়। তাই তিনি কোনো মতেই নেত্রীকে ছেড়ে অন্য কোনো দলে যাবেন না। সাময়িক মান অভিমান দিদি এবং ভাইয়ের মধ্যে হয়েছে। তবে খুব তাড়াতাড়ি সেই সমস্ত কিছু মিটে যাবে এবং শোভনবাবু ফের সক্রিয় হবেন।

কিন্তু সত্যিই কি তাই! কি হবে শোভন চট্টোপাধ্যায়ের পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ! এই ব্যাপারে শোভন অনুগামীদের একাংশের দাবি, অপেক্ষা করুন, সময়ই সমস্ত কথা বলবে। তবে ঠিক কবে আসবে সেই সময়! তৃণমূলে নাকি বিজেপিতে মমতা বন্দোপাধ্যায়ের ঘনিষ্ঠ শোভন চট্টোপাধ্যায়! এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!