এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পিকের রিপোর্ট দেয়নি কাজ? তৃণমূল নেতাদের হয়নি পরিবর্তন? দুর্নীতির অভিযোগেই হতে পারে ভরাডুবি?

পিকের রিপোর্ট দেয়নি কাজ? তৃণমূল নেতাদের হয়নি পরিবর্তন? দুর্নীতির অভিযোগেই হতে পারে ভরাডুবি?


গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পেছনে প্রধান দায়ী ছিল গোষ্ঠী কোন্দল এবং নেতাদের দুর্নীতি বলে অভিমত রাজনৈতিক মহলের। যার ফলস্বরুপ বাংলা থেকে 18 টা আসন দখল করে বিজেপি। আর দলের এই খারাপ ফলাফলের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায় দলের দায়িত্ব দেন প্রশান্ত কিশোরকে। আর প্রশান্ত কিশোর দায়িত্ব নেওয়ার পর থেকেই দলীয় নেতাদের দুর্নীতি বন্ধ করতে দলের শীর্ষ নেতৃত্বের মাধ্যমে বার্তা দিয়ে চলেছেন।

নানা কর্মসূচির মাধ্যমে তৃণমূলকে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে প্রশান্ত কিশোর এবং তার টিম। তবে এতকিছুর পরেও তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যে কমেনি, তা বর্তমানে ফের উঠে আসতে শুরু করেছে। সাম্প্রতিককালে ভয়াবহ দুর্যোগ এবং করোনা ভাইরাসে লকডাউনের কারণে যে সমস্ত মানুষদের আর্থিকভাবে সাহায্য করার কথা, তাদের সাহায্য করার বদলে তৃণমূল নেতাদের দুর্নীতির অভিযোগ রাজ্যের নানা জায়গায় উঠতে শুরু করেছে। যার ফলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে জেলা নেতাদের জানিয়ে দিয়েছেন তিনি। আর এই গোটা ঘটনায় এখন তৃণমূলের শুদ্ধিকরণের দায়িত্বে থাকা প্রশান্ত কিশোর যতই চেষ্টা করুন না কেন, তৃণমূলের নিচুতলার নেতাদের মধ্যে দুর্নীতি যে এখনও বন্ধ হয়নি, তা প্রকাশ্যে এনে দিচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের। একাংশের মতে, বর্তমানে বিজেপির পক্ষ থেকে 2021 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সব থেকে বেশি তৃণমূলের দুর্নীতিকে দায়ী করে সরব হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

আর বিজেপির এই বক্তব্যকে মিথ্যে বলে প্রমাণ করতে হলে তৃণমূলকে নিজেদের নেতাদের আরও স্বচ্ছ করে মানুষের সামনে তুলে ধরতে হবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। লোকসভা ভোটের বিপর্যয়ের পর প্রশান্ত কিশোর এই বার্তাই দিয়েছিলেন তৃণমূল নেতৃত্বকে। এমনকি কিছুদিনের জন্য সেই বার্তাকে গ্রহণ করে ময়দানে নেমে মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল ঘাসফুল শিবিরের নেতাদের।

তবে বর্তমান পরিস্থিতিতে ভয়াবহ সংকটের মুহূর্তে যেভাবে নানা দুর্নীতিতে নাম জড়াতে শুরু করেছে ঘাসফুল শিবিরের বিভিন্ন নেতৃত্বের, তাতে প্রশান্ত কিশোরের ফর্মুলা কার্যত ব্যর্থ হয়ে গেল বলেই দাবি করছে ওয়াকিবহাল মহল। যার ফলে আগামী দিনে যদি বিজেপি তৃণমূলের দুর্নীতি নিয়ে প্রচার করতে শুরু করে, তাহলে রাজ্যের শাসক শিবির অনেকটাই চাপে পড়বে বলে মত রাজনৈতিক মহলের। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, প্রশান্ত কিশোর আবার নতুন কোনো ফর্মুলা দিয়ে তৃণমূলকে স্বচ্ছ করার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে বলেন কিনা, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!