কর্মসংস্থান বাড়াতে এবার রাজ্যজুড়ে বিউটি-পার্লার তৈরি করবে রাজ্য সরকার বিশেষ খবর রাজ্য January 14, 2018 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটি অসাধারন পদক্ষেপ। রাজ্যজুড়ে তফসিলি জাতি ও উপজাতি ভুক্ত মহিলাদের কর্মসংস্থানের উদ্দেশ্যে এবার রাজ্য সরকার সমস্ত ব্লক ও পুরসভায় মোট ৫০০ টি বিউটি পার্লর তৈরী করতে চলেছে বলে কলকাতার এক ওয়েব পোর্টালের দাবি। প্রসঙ্গত, ২০১২ সালে তফসিলি জাতি ও উপজাতি ভুক্ত প্রায় ৩০ হাজার মহিলাকে বিউটিসিয়ান কোর্স করিয়েছিলো সরকার, তাঁরা সকলেই এখন ভালোভাবে কাজ শিখে বর্তমানে ভালো রোজগার করছেন। তাঁদের আরো বেশি স্বনির্ভর করতে ও কাজের সুযোগ বাড়াতে প্ৰশিক্ষণ প্রাপ্ত ৩-৪ জন মহিলাদের নিয়ে এক-একটি দল তৈরি করা হবে। প্রতিটি দলের জন্য একটি করে বিউটি পার্লার খুলে দেবে রাজ্য সরকার বলে দাবি করেছে ওই ওয়েব পোর্টালটি। যদিও এই খবরের সত্যতা বা সূত্র হিসাবে ওই ওয়েব পোর্টালে কিছু বিস্তারিত জানানো হয় নি বা প্রিয়বন্ধু মিডিয়ার তরফেও এর সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। আপনার মতামত জানান -