ব্রেকিং নিউজ: ইশরাত বা নাজিয়া নন, উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থী হতে পারেন আরেক সংখ্যালঘু মুখ বিশেষ খবর রাজ্য January 4, 2018 উলুবেড়িয়া উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্ট নিজেদের প্রার্থী ঘোষণা করে দেয় প্রায় সাথে সাথেই। কিন্তু এখনো প্রার্থী ঘোষণা করে নি, ফলে গত কয়েকদিন ধরেই কে হবেন বিজেপির প্রার্থী তা নিয়ে ছড়ায় প্রবল জল্পনা। প্রথমে জানা যায় বিজেপি প্রার্থী হতে পারেন ইশরাত জাহান, কিন্তু তারপরেই ভেসে ওঠে ইশরাতের আইনজীবী নাজিয়া খানের নাম। কিন্তু বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে, এঁদের কেউ নন, উলুবেড়িয়াতে বিজেপি প্রার্থী হতে চলেছেন বিলকিশ বেগম। তবে ইশরাত জাহানের নাম নিয়েও আলোচনা হচ্ছে, তিনি এখনো প্রার্থী পদের দৌড় থেকে ছিটকে যান নি। কিন্তু আপাতত এগিয়ে বিলকিশ বেগমই, আজই তাঁর নাম ঘোষণা করে দিতে পারে রাজ্য বিজেপি। আপনার মতামত জানান -