এখন পড়ছেন
হোম > অন্যান্য > উত্তর থেকে দক্ষিণ,পুজোর আগেই ভাসবে গোটা বাংলা, আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় সিঁদুরে মেঘ

উত্তর থেকে দক্ষিণ,পুজোর আগেই ভাসবে গোটা বাংলা, আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় সিঁদুরে মেঘ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দক্ষিণবঙ্গের উপর কিছুদিন ধরে চলল বৃষ্টির দাপট, এবার পালা উত্তরবঙ্গের। এবার উত্তরবঙ্গে হতে চলেছে প্রবল থেকে প্রবলতর বৃষ্টি। যা থেকে বন্যার আশঙ্কা করা হচ্ছে। এদিকে ঝাড়খন্ডে ব্যাপক বৃষ্টিতে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। যার ফলে দক্ষিণ বঙ্গের একাধিক জেলা চলে যেতে পারে জলের তলায়। পুজোর আগেই বানভাসি হতে পারে গোটা বাংলা, এমনই সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এর সঙ্গেই কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। সবকিছু নিয়েই সিঁদুরে মেঘ রাজ্যবাসীর।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত ৪১ বছরের মধ্যে এবার দ্বিতীয় বার দেশে বর্ষা ফিরে যেতে এতটা বিলম্ব করছে। পুজো এসে গেল অথচ বর্ষা বিদায়ের নামই নেই। বারবার নিম্নচাপ, ঘূর্ণাবর্ত হবার কারণে চলছে প্রবল থেকে প্রবলতর বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা সেখানে নেই। কিন্তু উত্তরবঙ্গে আজ থেকে শুরু হবে প্রবল থেকে প্রবলতর বৃষ্টি। জেলায় জেলায় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আজ উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে শুরু করে কয়েকদিন ভারী বৃষ্টি দেখা দেবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে। আবার আগামী রবিবার থেকে কোচবিহার, আলিপুরদুয়ার, জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব ইতিমধ্যেই উত্তর বঙ্গের সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে জরুরি বৈঠক করেছেন। ব্যাপক বৃষ্টির কারণে উত্তরবঙ্গের নিচু এলাকাগুলো জলমগ্ন হয়ে যেতে পারে, এ কারণেই বিশেষভাবে সতর্ক করা হয়েছে। জায়গায় জায়গায় কন্ট্রোল রুম খুলে রাখা ও পরিস্থিতি অনুযায়ী ত্রাণ সামগ্রী মজুত রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে, কিন্তু ঝাড়খন্ডে ব্যাপক বৃষ্টি চলছে। এ কারণেই জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। যার ফলে পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলির মতো জেলা গুলিতে বন্যার আশঙ্কা করা হচ্ছে। এই জেলাগুলিতে সেনা মোতায়েন করা হয়েছে। কিছু এলাকায় মানুষকে নিরাপদে সরিয়ে নেবার কাজ শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে জরুরি বৈঠক করেছেন রাজ্যের মুখ্যসচিব। বন্যা পরিস্থিতি মোকাবেলার সমস্ত প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বর্ষা ফিরে যেতে এ বছর অনেকটা বিলম্ব করছে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বর্ষা বিদায় নিতে শুরু করে। কিন্তু এবছর এখনো পর্যন্ত বর্ষার বিদায় নেবার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ৪১ বছরের মধ্যে দুবার এমনটা ঘটেছে। ৯ ই অক্টোবর পর্যন্ত আকাশে মেঘ থাকবে। পুজোর মধ্যেও বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এদিকে আজ থেকে উত্তরবঙ্গে শুরু হচ্ছে প্রবল বর্ষণ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ছে বন্যার আশঙ্কা। সবকিছু নিয়েই পুজোর আগে সিঁদুরে মেঘ দেখছেন বঙ্গবাসী।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!