এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > বিদ্যালয় বন্ধে বিপদ বাড়ছে, ফের উষ্মা আন্তর্জাতিক সংস্থার ! চাপে সরকার !

বিদ্যালয় বন্ধে বিপদ বাড়ছে, ফের উষ্মা আন্তর্জাতিক সংস্থার ! চাপে সরকার !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ দেশের বিভিন্ন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। মাঝে কিছুদিনের জন্য সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হলেও, তৃতীয় ঢেউয়ের কারণে আবার তা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ধীরে ধীরে মহারাষ্ট্র সহ একাধিক রাজ্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। কিন্তু এখনও পর্যন্ত বন্ধ রয়েছে পশ্চিমবঙ্গের স্কুল কলেজ সহ বিশ্ববিদ্যালয় গুলো। আর এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে ঝড় উঠতে শুরু করেছে। উষ্মা প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের কর্তারা। আর এবার ইউনিসেফের পক্ষ থেকেও প্রকাশিত একটি ভিডিওতে অবিলম্বে যে স্কুল খোলা অত্যন্ত প্রয়োজন, তা স্পষ্ট করে দেওয়া হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, ইতিমধ্যেই ইউনিসেফের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, স্কুল বন্ধ রেখে যে বিপদ হচ্ছে, তা স্কুল খোলার চেয়ে ঢের বেশি। এক্ষেত্রে স্কুলে না গিয়ে শেখার পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা বলে সেই ভিডিওতে জানানো হয়েছে। তাই অবিলম্বে স্কুল খোলার ওপর জোর দিয়েছে ইউনিসেফ। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ক্ষেত্র খোলা রয়েছে।

কিন্তু একমাত্র বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। তাই এই পরিস্থিতিতে নানা মহলে প্রশ্ন উঠেছে যে, অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া দরকার। আর এবার সেই বিষয়টি তুলে ধরে ইউনিসেফের পক্ষ থেকে ভিডিও প্রকাশ নিঃসন্দেহে সরকারের চাপ বাড়িয়ে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!