প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২১ এর বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা মারাত্মক আকার ধারণ করেছিল গোটা রাজ্য জুড়ে। কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুকে কেন্দ্র করে মামলা হয়। আর সেই মামলায় সিবিআই এর পক্ষ থেকে সম্প্রতি যে চার্জশিট দেওয়া হয়েছে, সেখানে নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পালের। ইতিমধ্যেই তাকে আদালতে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু শুক্রবার তিনি হাজিরা দেননি। আর তারপরেই আদালতের পক্ষ থেকে যে কড়া বার্তা দেওয়া হলো, তার ফলে প্রশ্ন উঠছে যে, তৃণমূল ঘটা করে একুশে জুলাইয়ের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তার আগেই এই পরেশ পালের কপালে বড় দুর্যোগ নেমে আসবে না তো?
জানা গিয়েছে, শুক্রবার বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুতে সিবিআইয়ের চার্জশিটে নাম থাকা তৃণমূল বিধায়ক পরেশ পালের আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। আর সেই সময় বিচারক বলেন, “১৮ জন অভিযুক্তের বিরুদ্ধে সিবিআই যে পদক্ষেপ করতে চাইছে, তাতে কি আপনারা কিছু বলতে চান?” যে প্রশ্নের উত্তরে সরকারি আইনজীবী ওয়ারেন্ট ইস্যু করার দাবি জানান। তবে বিচারপতি জানিয়ে দেন, অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছে না। পাশাপাশি এদিনের বিচার প্রক্রিয়াতে সিবিআইয়ের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিচারক।
পরবর্তীতে আগামী ১৮ জুলাই যে ১৮ জনকে সমন পাঠানো হবে, তারা যাতে আদালতে উপস্থিত হন, তার জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি। এক্ষেত্রে তারা আদালতে হাজিরা দেওয়ার পর তাদের জামিন দেওয়া হবে কিনা, তা বিবেচনা করে দেখা হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। অর্থাৎ তৃণমূলের শহীদ দিবস, তা একুশে জুলাই পালন হবে। আর তার তিন দিন আগে রীতিমত বিপদ হানা দিচ্ছে তৃণমূল বিধায়ক পরেশ পালের দিকে। শুক্রবার তিনি আদালতে উপস্থিত হননি। কিন্তু আদালতের পক্ষ থেকে বিচারক যে ডেডলাইন বেঁধে দিলেন, তাতে ১৮ তারিখ কেউ যদি তিনি উপস্থিত না হন, তাহলে বড় সমস্যার মুখে পড়তে পারেন। তাই আদালতের পক্ষ থেকে বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী আগামী ১৮ জুলাই কি পদক্ষেপ নেন তৃণমূল বিধায়ক পরেশ পাল, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।