এখন পড়ছেন
হোম > রাজনীতি > ভোটের দিন ঘোষণা হলেও, ফলাফলের দিন ঘোষণা নয়! একি বললেন নির্বাচন কমিশনার!

ভোটের দিন ঘোষণা হলেও, ফলাফলের দিন ঘোষণা নয়! একি বললেন নির্বাচন কমিশনার!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সকলের মনে একটাই প্রশ্ন ছিল, রাজ্যে কবে হচ্ছে পঞ্চায়েত নির্বাচন! অবশেষে নতুন ভাবে দায়িত্ব নেওয়ার পর রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই সেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিলেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। জানিয়ে দিলেন, আগামী জুলাই মাসের 8 তারিখে এক দফাতেই হচ্ছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। তবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেও সেভাবে ফলাফলের দিন নিয়ে তেমন কোনো স্পষ্ট বক্তব্য রাখলেন না রাজ্যের নির্বাচন কমিশনার। এক্ষেত্রে একটি সম্ভাবনার কথা বলে নির্বাচন হওয়ার একদিন পরেই ফলাফলের দিন ঘোষণা করা হয় বলে জানিয়ে দিলেন রাজীব সিনহা।

প্রসঙ্গত, কিছুক্ষণ আগেই রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়। যেখানে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে দিনক্ষণ ঘোষণা করেন নির্বাচন কমিশন। তবে নির্বাচনের দিন ঘোষণা হলেও ফলাফল কবে ঘোষণা করা হবে সেই ব্যাপারে প্রশ্ন করা হয় রাজ্যের নির্বাচন কমিশনারকে। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সদ্য দায়িত্ব প্রাপ্ত রাজীব সিনহা বলেন, ” হিসেব অনুযায়ী নির্বাচন হওয়ার একদিন পর কোথাও যদি কোনো অভিযোগ থাকে, তাহলে সেখানে পুর্ন নির্বাচন হয় এবং তারপর ফলাফল ঘোষণা হয়। তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। পরবর্তীতে সবটাই জানিয়ে দেওয়া হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!