এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের মুখে দর বাড়ানোর চেষ্টা, মমতার দলকে ওপেন চ্যালেঞ্জ বিজেপির! বেকায়দায় তৃণমূল!

ভোটের মুখে দর বাড়ানোর চেষ্টা, মমতার দলকে ওপেন চ্যালেঞ্জ বিজেপির! বেকায়দায় তৃণমূল!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নির্বাচনের আগে যেভাবেই হোক, কুৎসা করে বিজেপিকে খাটো করার চক্রান্ত করছে এই রাজ্যের শাসক দল। তারা খুব ভালো করেই জানে যে, ভোটে তো জেতা যাবে না। তাই এখন বিজেপির বিরুদ্ধে মিথ্যে বদনাম করার চেষ্টা। কিন্তু সেটা করতে গিয়েও তৃণমূল কংগ্রেস প্রবল চাপে পড়ে গেল। একেবারে বিজেপি ওপেন চ্যালেঞ্জ করে তৃণমূলের মিথ্যা কুৎসার ভান্ডারকে সামনে এনে দিল। প্রসঙ্গত, ভূপতিনগরে এনআইএ যাওয়ার পর থেকেই তৃণমূল অত্যন্ত চাপে পড়েছে। তারা নিজেদের লোককে লেলিয়ে দিয়ে এনআইয়ে আধিকারিক দের অসম্মান করেছে। স্বাভাবিক ভাবেই গোটা রাজ্য এই বিষয় নিয়ে তৃণমূলের ওপর এমনিতেই বিরক্ত। বারবার কেন্দ্রীয় এজেন্সি কেন বাংলায় চ্যালেঞ্জের মুখে পড়ছে, সেই প্রশ্ন তুলছে বিরোধীরা।

আর তার মাঝেই তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে তাদের এক মুখপাত্র দাবি করেছেন যে, এনআইএর এসপির সঙ্গে নাকি বৈঠক করেছেন বিজেপি নেতা জিতেন তিওয়ারি। কিন্তু তৃণমূলের সেই বক্তব্যকে খন্ডন করে জিতেনবাবু স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এরকম কোনো ছবি বা ভিডিও যদি থাকে, তাহলে তা প্রকাশ্যে আনুক তৃণমূল কংগ্রেস। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, তৃণমূল একটা প্রতিহিংসার অভিযোগ তুলে কেন্দ্রীয় এজেন্সিকে এবং বিজেপিকে খাটো করতে চাইছে ভোটের মরশুমে। কিন্তু তার পাল্টা বক্তব্য দিতে গিয়ে তৃণমূলকে যে চ্যালেঞ্জ করে বসলেন বিজেপি নেতা, তাতেই রাজ্যের শাসক দল খাবি খাওয়ার জোগাড় বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!