এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভয়ংকর দুর্যোগের মুখে বাংলা, সাধারণ মানুষকে বড় বার্তা মমতার!

ভয়ংকর দুর্যোগের মুখে বাংলা, সাধারণ মানুষকে বড় বার্তা মমতার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভয়ংকর ঘূর্ণিঝড় রেমালের আতঙ্কে রীতিমত ভয়ে কাঁপছে উপকূলবর্তী জেলাগুলো। যখন শেষ দফার নির্বাচন বাকি, তখন এই ঘূর্ণিঝড় সবকিছু তছনছ করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে রবিবার একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে সেই দুর্যোগ নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এদিন সোনারপুরে একটি সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই দুর্যোগ রেমাল নিয়ে সকলকে বড় বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “এই ঝড়টা একদিন থাকবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু সাবধানে থাকবেন। আর যখন এটা হবে, তখন ফ্রিজ, এসি এই সমস্ত কিছু চালাবেন না।” স্বভাবতই এই ভয়ংকর ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নিয়ে যে রাজ্য যথেষ্ট চিন্তিত, তা উল্লেখ করে সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!