এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কেন্দ্রের ‘আনলক ১’ ঘোষণা হতেই বড় ঘোষণা নবান্নের – জেনে নিন বাংলায় কবে খুলছে শপিং মল রেস্তোরা

কেন্দ্রের ‘আনলক ১’ ঘোষণা হতেই বড় ঘোষণা নবান্নের – জেনে নিন বাংলায় কবে খুলছে শপিং মল রেস্তোরা


গোটা দেশ জুড়ে ঘোষণা হয়ে গেল লকডাউন, যার নাম দেওয়া হয়েছে ‘আনলক ১’। অর্থাৎ লকডাউন পিরিয়ড শেষে এবার গোটা দেশে ধীরে ধীরে সব কিছু খুলে দেওয়া হবে। আর তারই প্রথম পরিচ্ছদ হতে চলেছে আগামী ৩০ দিন। যেহেতু আনলক ১ নাম দেওয়া হয়েছে তাই, কেন্দ্রীয় নির্দেশিকায় জানানো হয়েছে কবে থেকে কোন কোন সেক্টর খোলা হবে। কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে আগামী ৮ ই জুন থেকে খুলতে পারবে শপিং মল বা রেঁস্তোরা।

আর কেন্দ্রের এই ঘোষণার পর এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকারও। কেন্দ্রের পথেই হেঁটে বাংলাতেও আগামী ৮ ই জুন থেকে খুলতে পারবে শপিং মল বা রেঁস্তোরা বলে জানিয়ে দেওয়া হল। এতদিন শপিং মল পুরোপুরি বন্ধ ছিল, চালু ছিল শুধুমাত্র অনলাইন শপিং। রেস্টুরেন্টগুলোর ক্ষেত্রেও রান্না করে হোম ডেলিভারি বা টেক অ্যাওওয়ের ব্যবস্থা ছিল। কিন্তু, বসে খাওয়ার কোনো সুবিধা ছিল না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু কেন্দ্রের এই ঘোষণার পরে সেই বাধা কাটতে চলেছে। তবে হোটেল, রেস্টুরেন্ট ও শপিং মলের ক্ষেত্রে থাকতে চলেছে এক গুচ্ছ নির্দেশিকা। সেখানে জমায়েত বা ভিড় কোনোমতেই করা যাবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে ও অল্প সংখ্যক ক্রেতা নিয়েই এগুলি চালাতে হবে বলে জানা গেছে। এই স্যাক্রান্ত স্পষ্ট নির্দেশিকা কেন্দ্রীয় সরকার শীঘ্রই প্রকাশ করবে।

নবান্নও একই রকম নির্দেশিকা চালু করতে চলেছে। প্রসঙ্গত, গতকালই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় স্থান খুলে দেওয়ার কথা জানান। তখন তাঁর সেই সিদ্ধান্তের তীব্র সমালোচনা হয়েছিল। কেননা বাংলায় করোনা পরিস্থিতির রোজই অবনতি হচ্ছে। কিন্তু। গোটা দেশেও যেখানে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা রোজই বাড়ছে, সেখানে কেন্দ্র সরকারও একই সিদ্ধান্ত ঘোষণা করল আজ। ফলে, আনলক ১ চালু হলেও তা সাধারণ মানুষকে কতটা স্বস্তি দেবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!