অন্যদল থেকে বিজেপিতে যোগ দিচ্ছেন কোন নেতারা, ‘তালিকা’ দিলেন শুভেন্দু অধিকারী বিশেষ খবর রাজ্য January 27, 2018 একদা তৃণমূল কংগ্রেসের অঘোষিত দুনম্বর নেতা মুকুল রায় দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্য-রাজনীতির মূল চর্চার বিষয় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দল থেকে কোন কোন নেতারা এবার দলবদল করে বিজেপিতে যোগ দেবেন। কখনো গুঞ্জন শোনা গেছে শুভেন্দু অধিকারীর নামে তো কখনো বা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নামে। কিন্তু বাস্তবে সে অর্থে বড় কোনো নেতা বিজেপিতে নাম লেখাননি। উল্টে নোয়াপাড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়ক মঞ্জু বসুর নাম বিজেপি প্রার্থী হিসাবে ঘোষণা করার পর তিনি বেঁকে বসায় তীব্র অস্বস্তিতে পরে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ত্ব। এই অবস্থায় দলবদল করা নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা শুভেন্দু অধিকারী। নোয়াপাড়়া বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে শুভেন্দু বাবু বলেন, বাম জমানায় যাঁদের বিরুদ্ধে সবথেকে বেশি অভিযোগ উঠত, এথন তাঁরাই দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছেন। নন্দীগ্রামের রক্ত লেগে রয়েছে লক্ষ্মণ শেঠের হাতে, নন্দীগ্রামের সেই খুনিকে জায়গা দিয়েছে বিজেপি। এবার গড়বেতার তপন-সুকুর, কিংবা শাসনের মজিদ মাস্টারদেরও দেখা যাবে বিজেপিতে। লক্ষ্মণ শেঠ যদি বিজেপির কেষ্ট-বিষ্টুদের একজন হতে পারেন, আগামীদিনে শাসনের মজিদ মাস্টার, মঙ্গলকোটের বাবলু হাঁসদারি, কিংবা গড়বেতার তপন-সুকুরদের দেখা যেতে পারে ভারতীয় জনতা পার্টিতে। এঁরাই ভবিষ্যত্ বিজেপির, সিপিএমের হার্মাদরা এখন বিজেপিতে আশ্রয় নিচ্ছেন। আসলে সবই নতুন বোতলে পুরনো মদ, এখন শুধু লাল জামা খুলে গেরুয়া জমা পরে নেওয়ার পালা চলছে। সেই কারণেই আমরা ভারতীয় জনতা পার্টির নাম পরিবর্তন করে দিয়েছি, ভারতীয় জনতা পার্টির বর্তমান নাম হল ভারতীয় জঞ্জাল পার্টি। আপনার মতামত জানান -