এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনার তৃতীয় ঢেউ আসার আগেই জেলার সংক্রমণ কমানোর নির্দেশ নবান্ন থেকে, পাশাপাশি স্বাস্থ্য পরিকল্পনায় নয়া নির্দেশ

করোনার তৃতীয় ঢেউ আসার আগেই জেলার সংক্রমণ কমানোর নির্দেশ নবান্ন থেকে, পাশাপাশি স্বাস্থ্য পরিকল্পনায় নয়া নির্দেশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউ কাটতে না কাটতেই এবার বিশেষজ্ঞরা আতঙ্ক প্রকাশ করেছেন করোনার তৃতীয় ঢেউ নিয়ে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তৃতীয় ঢেউ এড়ানোর জন্য। একইভাবে রাজ্যের তরফ থেকেও এবার করোনার তৃতীয় ঢেউয়ের আগেই যাবতীয় পরিকল্পনা রূপ নিতে চলেছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী জুলাই মাসের মধ্যে যাবতীয় পরিকাঠামো সম্পন্ন করতে হবে। একইসাথে করোনা সতর্কতা আরো কড়া হতে চলেছে। সম্প্রতি রাজ্যের অধিকাংশ জেলায় করোনা নিয়ে স্বস্তি মিললেও বেশকিছু জেলা এখনো ভালোই উদ্বেগজনক।

তাই এবার নবান্ন সূত্রে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে উল্লিখিত বেশ কিছু জেলার সংক্রমণ কমানোর জন্য। জানা গিয়েছে এর মধ্যে উত্তর 24 পরগনা, দার্জিলিং, পশ্চিম মেদিনীপুরের মতন জেলাকে বিশেষ নজরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য জেলায় অক্সিজেন তৈরির দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। একই সাথে নার্সিং প্রশিক্ষণ পর্ব শেষ করার ব্যাপারে জোর দিচ্ছে রাজ্য সরকার। এদিন জেলাশাসকদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী। এবং সেখানেই তিনি জানান, নির্দেশ অনুযায়ী প্রতিটি হাসপাতালে পরিকাঠামো তৈরি করতে হবে করোনার তৃতীয় ঢেউ আসার আগেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি করোনার টেস্ট এর সংখ্যা বাড়ানোর কথা বলেছেন তিনি। অন্যদিকে যেসব জেলায় এখনো পর্যন্ত কনটেইনমেন্ট জোন রয়েছে সেখানে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসাথে রাজ্যের বেশকিছু জেলায় দ্বিতীয় ডোজের অপ্রতুলতা চোখে পড়ছে। সেক্ষেত্রে সেইসব জেলাগুলিতে দ্বিতীয় ডোজের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। অন্যদিকে রাজ্যের সীমান্ত অঞ্চলে নজরদারি বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত এ রাজ্যের কয়েকটি জেলায় করোনা সংক্রমণ বেশ উদ্বেগজনক।

তবে আক্ষরিক অর্থে করোনার সংক্রমণ এই মুহূর্তে নিম্নগামী। সবথেকে উল্লেখযোগ্য, কলকাতা এবং উত্তর 24 পরগনার সংক্রমণ অনেকটাই কমে গিয়েছে। গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে হাজারের নিচে। কিন্তু দৈনিক মৃত্যুর হার চিন্তা ধরে রেখেছে সরকারের। আর তাই রাজ্যের বেশকিছু জেলার করোনা পরিসংখ্যান কমানোর ব্যাপারে এবার দৃঢ় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। রাজ্যে এখনও আংশিক লকডাউন সংক্রান্ত বিধি-নিষেধ জারি রয়েছে। এই পরিস্থিতিতে করোনার সংক্রমণ আরো নিচে আনতে এবার বদ্ধপরিকর নবান্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!