প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
প্রত্যেক বছর ঘটা করে শহীদ দিবসের নাম করে তৃণমূল ২১ জুলাইয়ের মঞ্চে যে সমস্ত কাণ্ডকলাপ করে, তাতে তারা শহীদদের প্রতি কতটা শ্রদ্ধা জ্ঞাপন করে, তা নিয়েই প্রশ্ন রয়েছে বিরোধীদের মধ্যে। এবারও তৃণমূল ২১ জুলাইয়ের আগে প্রস্তুতি নিতে শুরু করেছে। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে যেহেতু শেষ একুশে জুলাই, তাই এই সমাবেশকে যাতে জমজমাট করা যায়, যাতে প্রচুর মানুষের জনসমাগম করা যায়, তার জন্য মরিয়া হয়ে উঠেছে তৃণমূল নেতৃত্ব। উত্তরবঙ্গ থেকে রেকর্ড ভিড়ের আশা করছে তারা। আর এবার তৃণমূলের ঘুম উড়িয়ে আজ যে কর্মসূচি সেই ২১ জুলাইয়ের দিনেই ঘোষণা করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা, তাতে যদি এই কর্মসূচি ঠিকমত সফল হয়, তাহলে কিন্তু যতই ঘটা করে তৃণমূল প্রচার করুক, তাতে এবার ২০২৬ এর আগে তাদের এই একুশে জুলাই চূড়ান্ত ফ্লপ শোতে পরিণত হবে বলেই দাবি করছেন একাংশ।

এদিন শহর কলকাতার বুকে কসবা ল কলেজে যে ঘটনা ঘটেছে, যে গণধর্ষণের ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে কন্যা সুরক্ষা যাত্রায় অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃষ্টি মাথায় নিয়ে প্রচুর বিজেপি নেতাকর্মীরা সেখানে সামিল হন। আর সেই মিছিল শেষেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল যে ২১ জুলাই ঘটা করে পালন করে, সেই দিনেই বিজেপি যুব মোর্চা পাল্টা কর্মসূচি নিচ্ছে বলে জানিয়ে দিলেন তিনি। আর শুভেন্দু অধিকারীর মুখ থেকে এত বড় কর্মসূচি শোনার পরে তৃণমূল যে এবারের ২১ জুলাই নিয়ে যথেষ্ট চিন্তাশীল হয়ে পড়বে এবং আদৌ উত্তরবঙ্গ থেকে ভিড় হবে কিনা, সেটাই যে এখন তৃণমূলের কাছে প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে, তা নিয়ে কার্যত নিশ্চিত বিশেষজ্ঞরা।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, “একুশে জুলাই তৃণমূলের কর্মসূচির দিনেই বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে উত্তরকন্যা অভিযান করা হবে।” আর বিরোধী দলনেতার এই আহ্বানে যে প্রচুর মানুষ সামিল হবেন, তা বলার অপেক্ষা রাখে না। কেননা বিজেপির দাবি যে, উত্তরবঙ্গে এমনিতেই তৃণমূলের জনপ্রিয়তা নেই বললেই চলে। গত লোকসভা থেকে শুরু করে বিধানসভা, প্রত্যেকটি নির্বাচনেই তৃণমূল সেখানে মুখ থুবড়ে পড়েছে। এখন তারা চেষ্টা করছে, বিজেপির যারা রিজেক্টেড নেতা, তাদেরকে দলে নিয়ে উত্তরবঙ্গের জমি পুনরুদ্ধার করার। আর সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অনেক আশা ছিল যে, এবার উত্তরবঙ্গ থেকে প্রচুর মানুষ হয়ত ২১ জুলাইতে সামিল হবেন। তাই দক্ষিণবঙ্গ থেকে বেশি লোক না হলেও তারা উত্তরবঙ্গ দিয়ে মেকআপ করে নিতে পারবেন। কিন্তু শুভেন্দু অধিকারী বর্তমান পরিস্থিতিতে শাসকের বিরুদ্ধে এমনিতেই যখন আওয়াজ উঠছে গোটা রাজ্য জুড়ে নারী ধর্ষণের প্রতিবাদে, তখন সেই ২১ জুলাইকে বেছে নিয়েই বিজেপি যুব মোর্চার যে কর্মসূচির ডাক দিয়ে দিলেন, তাতে তৃণমূলের শহীদ দিবস এবার সব থেকে বড় ফ্লপ শোতে পরিণত হবে বলে এই দাবি গেরুয়া শিবিরের।