লোকসভায় এগিয়ে থাকলেও যে ৫০ টি আসন তৃণমূলের ঘুম ওড়াতে পারে – দেখে নিন একনজরে কলকাতা বিশেষ খবর রাজ্য June 3, 2019 প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাবে রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনের মধ্যে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ১৬৪ টি আসনে, বিজেপি ১২১ টি আসনে ও কংগ্রেস ৯ টি আসনে এগিয়ে আছে। বামফ্রন্ট বা অন্যান্যরা কোনো আসনেই এগিয়ে নেই। কিন্তু তৃণমূলের এগিয়ে থাকা ১৬৪ টি বিধানসভা আসনের মধ্যে ৫০ টি আসন আগামীদিনে ঘুম উড়িয়ে দিতে পারে। কেননা এই আসনগুলিতে শাসকদল এগিয়ে আছে মাত্র ১০ হাজারেরও কম ভোটে। একনজরে দেখে নিন বিধানসভা নির্বাচনে তুমুল লড়াই হতে চলা সেই আসনগুলো – আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ১. শীতলকুচি – তৃণমূল এগিয়ে আছে মাত্র ১ হাজার ভোটে ২. রাজগঞ্জ – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৪ হাজার ভোটে ৩. ইসলামপুর – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৪ হাজার ভোটে ৪. চাকুলিয়া – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৮ হাজার ভোটে ৫. কুশমান্ডি – তৃণমূল এগিয়ে আছে মাত্র ১ হাজার ভোটে ৬. হরিরামপুর – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৪ হাজার ভোটে ৭. হরিশ্চন্দ্রপুর – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৩ হাজার ভোটে ৮. ভরতপুর – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৮ হাজার ভোটে ৯. বেলডাঙা – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৩ হাজার ভোটে ১০. নওদা – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৩ হাজার ভোটে ১১. নাকাশিপাড়া – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৫ হাজার ভোটে ১২. নবদ্বীপ – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৪ হাজার ভোটে ১৩. নোয়াপাড়া – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৫০০ ভোটে ১৪. খড়দা – তৃণমূল এগিয়ে আছে মাত্র ১ হাজার ভোটে ১৫. দমদম উত্তর – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৫ হাজার ভোটে ১৬. পানিহাটি – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৯ হাজার ভোটে ১৭. দমদম – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৫ হাজার ভোটে ১৮. বারাসত – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৪ হাজার ভোটে ১৯. কুলতলি – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৯ হাজার ভোটে ২০. রায়দিঘি – তৃণমূল এগিয়ে আছে মাত্র ১০ হাজার ভোটে ২১. ভবানীপুর – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৪ হাজার ভোটে ২২. মানিকতলা – তৃণমূল এগিয়ে আছে মাত্র ১ হাজার ভোটে ২৩. বালি – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৩০০ ভোটে ২৪. শিবপুর – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৭ হাজার ভোটে ২৫. উত্তরপাড়া – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৪ হাজার ভোটে ২৬. চাঁপদানি -তৃণমূল এগিয়ে আছে মাত্র ১ হাজার ভোটে ২৭. জাঙ্গিপাড়া – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৯ হাজার ভোটে ২৮. চন্দননগর – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৩ হাজার ভোটে ২৯. হরিপাল – তৃণমূল এগিয়ে আছে মাত্র ১০ হাজার ভোটে ৩০. তারকেশ্বর – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৫ হাজার ভোটে ৩১. আরামবাগ – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৪ হাজার ভোটে ৩২. চন্দ্রকোনা – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৩ হাজার ভোটে ৩৩. তমলুক – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৬ হাজার ভোটে ৩৪. পাঁশকুড়া পূর্ব – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৭ হাজার ভোটে ৩৫. খেজুরি – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৬ হাজার ভোটে ৩৬. রামনগর – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৮ হাজার ভোটে ৩৭. সবং – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৬ হাজার ভোটে ৩৮. পিংলা – তৃণমূল এগিয়ে আছে মাত্র ১ হাজার ভোটে ৩৯. দাসপুর – তৃণমূল এগিয়ে আছে মাত্র ১০ হাজার ভোটে ৪০. ঘাটাল – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৬ হাজার ভোটে ৪১. শালবনী – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৯ হাজার ভোটে ৪২. বিনপুর – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৩ হাজার ভোটে ৪৩. খড়্গপুর – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৯ হাজার ভোটে ৪৪. মানবাজার – তৃণমূল এগিয়ে আছে মাত্র ১০ হাজার ভোটে ৪৫. জামালপুর – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৩ হাজার ভোটে ৪৬. কালনা – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৪ হাজার ভোটে ৪৭. মেমারি – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৫ হাজার ভোটে ৪৮. পূর্বস্থলী উত্তর – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৩ হাজার ভোটে ৪৯. বর্ধমান দক্ষিণ – তৃণমূল এগিয়ে আছে মাত্র ২ হাজার ভোটে ৫০. লাভপুর – তৃণমূল এগিয়ে আছে মাত্র ৪ হাজার ভোটে আপনার মতামত জানান -