এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল নেতাদের জন্য দরজা বন্ধ বিজেপির, বড় সিদ্ধান্ত সুকান্তর!

তৃণমূল নেতাদের জন্য দরজা বন্ধ বিজেপির, বড় সিদ্ধান্ত সুকান্তর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল থেকে অনেক বড় বড় নেতা বিজেপিতে যুক্ত হয়েছিলেন। কিন্তু নির্বাচনের পরে বিজেপি পরাজিত হওয়ার পর অনেকেই ফিরে গিয়েছেন তৃণমূল কংগ্রেসে। আর এই পরিস্থিতিতে এবার বৈদিক ভিলেজে তিন দিন প্রশিক্ষণ শিবিরের পর এই ব্যাপারে বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য বিজেপি বলে খবর। যেখানে তৃণমূলের আর কোনো নেতাকে দলে নেওয়া হবে না বলে মনে করা হচ্ছে। তবে সমস্ত দলের কর্মীদেরকেই দলে স্বাগত বলে জানিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে একটি প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সংসদ সুকান্ত মজুমদার। যেখানে তিনি বলেন, “তৃণমূলের নেতাদের জন্য নয়, কর্মীদের জন্য আমাদের দরজা খোলা। এই মুহূর্তে তৃণমূলের কোনো নেতা বিজেপিতে আসতে চাইলে, তাদের দলে নেওয়া হবে না। এমনই সিদ্ধান্ত রাজ্য বিজেপি নিয়েছে। নেতা নয়, কর্মীদের জন্য দলে নেওয়ার ক্ষেত্রে আমরা দরজা খোলা রাখছি।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে নেতাদের নিয়ে অতীতে বিজেপির যে ভুলের সম্মুখীন হয়েছে, তা যে আর করতে চাইছে না, তা স্পষ্ট করে দিয়েছেন রাজ্য সভাপতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!