এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতীদের এগিয়ে যাওয়ার পথে বড় উৎসাহ নোওমানিয়া মিশনের

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতীদের এগিয়ে যাওয়ার পথে বড় উৎসাহ নোওমানিয়া মিশনের


নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: পুরুলিয়া জেলার পারা ব্লক এলাকার প্রতিটি বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করলেন পারা ব্লকের নোওমানিয়া মিশন। এদিন নোওমানিয়া মিশন চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার প্রতিটি বিদ্যালয়ের মোট ৪০ জন কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানিয়ে তাদের হাতে কৃতি শংসাপত্র ও উপহার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা পুরুলিয়া জেলা শাসক অলোকেশ প্রসাদ রায়।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিনের এই অনুষ্ঠানে জেলাশাসক অলোকেশ প্রসাদ রায় ছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ মৃগাঙ্ক মাহাতো সহ রঘুনাথপুর এসডিও আকাংশা ভাস্কর, পারা বিধানসভার বিধায়ক উমাপদ বাউরি ও পারা পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি সীমা বাউরি সহ নোওমানিয়া মিশনের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দরা। কৃতি ছাত্রছাত্রীদের এইভাবে এগিয়ে চলার পথে নোওমানিয়া মিশনের উৎসাহ প্রদানে খুশির হাওয়া স্থানীয় মহলে। অন্যদিকে স্বয়ং জেলাশাসক ও এসডিওর হাত থেকে পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি কৃতিরাও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!