এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এনআরসি নিয়ে এবার তৃনমূল নেত্রীকে বিপাকে ফেলতে আসরে বিজেপি

এনআরসি নিয়ে এবার তৃনমূল নেত্রীকে বিপাকে ফেলতে আসরে বিজেপি

গত বুধবারই সংসদে দাঁড়িয়ে গোটা দেশে নাগরিকপঞ্জি চালু করা হবে বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে হাতিয়ার করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস যাতে কোনরূপ বিরোধিতা না করতে পারে, তার জন্য আগেভাগেই নিজেদের ঘুটি সাজাতে শুরু করল বঙ্গ বিজেপি।

জানা গেছে, অনুপ্রবেশকারী ইস্যুতে এবার রাজ্যজুড়ে শাসক দল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 2005 সালের সংসদের ভাষণকে হাতিয়ার করেই রাজ্য রাজনীতি তোলপাড় করে দিতে চাইছে গেরুয়া শিবির। বস্তুত, লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের আইনশৃংখলার অবনতি, কাটমানির মত ইস্যুগুলোকে নিয়ে শাসকদলের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে মরিয়া বিজেপি।

আর এবার নাগরিকপঞ্জীর ব্যাপারে গত 2005 সালে সংসদে মমতা বন্দোপাধ্যায়ের বক্তব্যকে হাতিয়ার করতে চাইছে তারা। কেননা গত লোকসভা ভোটে নির্বাচনের প্রচারে এই নাগরিকপঞ্জি নিয়ে নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের তরজা চরম আকার ধারণ করেছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল, অসমের মত বাংলাতেও নাগরিকপঞ্জি প্রয়োগ করা হবে। অন্যদিকে তৃনমূলের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিজেপি কি ঠিক করে দেবে যে, কে থাকবে আর কে থাকবে না। কিন্তু এবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এনআরসির বক্তব্য রাজ্য রাজনীতিতে তোলপাড় করে দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আর তাই সেদিক থেকে তৃনমূল যাতে এই এনআরসি নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে না পারে তার জন্য এখন গত 2005 সালে সংসদে মমতা বন্দোপাধ্যায়ের ভিডিও ক্লিপকেই প্রকাশ্যে আনতে চায় গেরুয়া শিবির। জানা গেছে, গত 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের তাড়ানোর দাবিতে স্পীকারের মূখে তার কাগজ ছুড়ে মেরেছিলেন।

তাই এককালে অনুপ্রবেশকারীদের বিতাড়িত করার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হলেও এখন তিনি এনআরসির ব্যাপারে কেন আপত্তি তুলছে না, এখন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে গেরুয়া শিবির।আর এই বিষয় নিয়ে যে ফের আরও একবার রাজ্য রাজনীতি শাসক দল তৃণমূল বনাম বিরোধী দল বিজেপির তরজায় জমে উঠতে চলেছে, সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!