এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > দলে যোগ দিতেও কাটমানি! অভিনব অভিযোগ উঠল বিজেপির অন্দরে

দলে যোগ দিতেও কাটমানি! অভিনব অভিযোগ উঠল বিজেপির অন্দরে


লোকসভা নির্বাচনে রাজ্য -রাজনীতিতে প্রত্যাশাতিরিক্ত ভালো ফলের পর ভারতীয় জনতা পার্টিতে সদস্য হিসেবে নাম লেখানোর যে হুজুক উঠেছে তা এই রাজ‍্যের নিরিখে নজিরবিহীন |এরই পাশাপাশি সদস্য সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে নিচুতলার নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ  নতুন করে বিজেপির অস্বস্তি বাড়াচ্ছে।

6ই জুলাই দেশ জুড়ে সদস্য সংগ্রহের কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি |আর এই কদিনের মধ্যেই পূর্ব বর্ধমান, নদীয়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম সহ একাধিক জেলা থেকে সদস্য করিয়ে নেবার নামে জন প্রতি 500থেকে 1200 টাকা তোলার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে |এই মর্মে রাজ্য অফিসে অভিযোগ দায়ের করেছেন বাস ভাড়া করে আসা পূর্ব বর্ধমানের খণ্ডকোষ বিধানসভার অন্তর্গত 166 থেকে 184 নম্বর বুথের জনা পঞ্চাশেক বিজেপি কর্মী |ওই এলাকার ভারপ্রাপ্ত বিজেপি কর্মী সমীর কর্মকার জানান, দলের 4নম্বর মন্ডল সভাপতি অর্থের বিনিময়ে সদস্য করাচ্ছেন |

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দলের রাজ্য কমিটির এক নেতার কথায়, প্রত্যন্ত গ্রামীণ এলাকায় তৃণমূল, সিপিএম থেকে জার্সি বদল করে বিজেপিতে যোগদানকারী নেতা কর্মীদের মধ্যেই এই প্রবণতা দেখা যাচ্ছে |যদিও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে মিসড কল, অনলাইন, অফলাইনে বিনা পয়সায় সদস্য হওয়া যাবে |

অন্যদলের মতো মুখে মুখে যোগ না দিয়ে, নির্দিষ্ট সংবিধান মেনে সদস্য পদ পেতে হয় বিজেপিতে |আর কার্যত এই নিয়মকে টোপ হিসেবে ব্যবহার করেই স্থানীয় নেতারা সুযোগের অপব্যবহার করে টাকা নিচ্ছেন কর্মীদের থেকে |এ প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক (সংগঠন )সুব্রত চট্টোপাধ্যায় সাফ জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট নেতাকে দল থেকে বহিষ্কার করা হবে |

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!