বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠীকোন্দল নিয়ে এবার মুখ খুললেন মুকুল রাজ্য January 20, 2018 তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল বাসন্তী। তার জেরে প্রাণ হারিয়েছে জেকয়েকজন। ব্যাড যায়নি শিশুও। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন মুকুল রায়। এদিন জলপাইগুড়িতে দলীয় সভায় যোগ দিতে এসে মুকুলবাবু বললেন যে এরা এখন নিজেদের বাবা, মা, ভাই, বোনদেরও চিনতে পারছে না। তাই সংঘর্ষ হচ্ছে। প্রাণ যাচ্ছে। এসবের জেরে তৃণমূলের বিরুদ্ধে আসন্ন পঞ্চায়েত ভোটেই মানুষের মনোভাব প্রতিফলিত হবে।পাশাপাশি তিনি বিজেপির সংকল্প যাত্রা নিয়েও রাজ্য সরকারের উপর অভিযোগ করে বলেন হাইকোর্টের নির্দেশে এই প্রতিরোধ সংকল্প যাত্রা হচ্ছে। কিন্তু যেভাবে প্রশাসন হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছে এটা গণতন্ত্রের পক্ষে একটা লজ্জা।” এরপর তিনি পূর্বতন সরকারের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, “পুলিশকে দিয়ে যেভাবে সরকার চলছে তাতে সিদ্ধার্থশংকর রায়ের কথাকেই মনে করাচ্ছে। সেখানে গণতন্ত্রের পরিবেশ ছিল না। জ্যোতি বসুর আমলে ভোট করা না গেলেও রাজনীতি করা যেত। সেই স্পেসটা ছিল।এবং বর্তমান রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন যে রাজ্যের বর্তমান পরিস্থিতি সিদ্ধার্থশংকর রায়ের জমানাকে মনে করিয়ে দিচ্ছে। রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। গণতন্ত্রকে শেষ করছে তৃণমূল। আপনার মতামত জানান -