এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্য বিজেপিকে অস্বস্তিতে ফেলে এবার সিন্ডিকেটের সঙ্গে নাম জড়ালো হেভিওয়েট নেতার

রাজ্য বিজেপিকে অস্বস্তিতে ফেলে এবার সিন্ডিকেটের সঙ্গে নাম জড়ালো হেভিওয়েট নেতার

এবার বালি, কয়লা এবং রেশন দুর্নীতির সিন্ডিকেটের সঙ্গে নাম জড়ালো বিজেপির হেভিওয়েট নেতার। কলকাতার এক ওয়েব পোর্টালের খবর অনুযায়ী বিজেপির রাজ্য ও পুরুলিয়া জেলার কয়েকজন নেতার নামে এমন অভিযোগ তুলেছেন পুরুলিয়ার বিজেপির একাংশ। অভিযোগ আরো আছে আর তা হলো ওই নেতারা এই কাজের সাথে যুক্ত আছেন বলে তারা কর্মীদের বালি, কয়লা এবং রেশন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করার অনুমতি দিচ্ছেন না। শুধু তাই নয় আন্দোলনে অংশ নিতে চাইলে তাদের তৃণমূল কর্মী বলা হচ্ছে।
যার জেরে কর্মী মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে এবং তারা চাইছেন যে পুরুলিয়ার বিজেপি সভাপতি পদত্যাগ করুন। বিজেপির এই কর্মীদের অভিযোগ সিন্ডিকেটে যুক্ত ওই তিন জন হলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, পুরুলিয়ার বর্তমান সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী এবং প্রাক্তন সভাপতি ভি পি সিং দেও৷ স্বাভাবিকভাবেই সায়ন্তন বসুর নাম জড়িয়ে যাওয়ায় বেশ অস্বস্তিতে রয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তারা তৃণমূলের দিকেই আঙ্গুল তুলতে অভ্যস্থ ছিলেন এতদিন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই তিন নেতা৷ যদিও ওই পোর্টালে এই খবরের সূত্র বা সত্যতা সম্পর্কে কিছু বলা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে লেখা কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!