এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “সব তো ঠিক করাই আছে, এখন কেবল বিদায় নেওয়া,” – একনজরে কবি শঙ্খ ঘোষ

“সব তো ঠিক করাই আছে, এখন কেবল বিদায় নেওয়া,” – একনজরে কবি শঙ্খ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মারণ ব্যাধি করোনার হানা, ৭ দিন মৃত্যুর সঙ্গে অসম লড়াই, অবশেষে আজ লোকান্তরে কবি শঙ্খ ঘোষ। রবীন্দ্র পরবর্তী কবিদের মধ্যে বিশিষ্ট কবি ছিলেন তিনি। তাঁর সমকালীন কবি শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, বুদ্ধদেব বসু, সমর সেন প্রমুখরা বহু আগেই বিদায় নিয়েছেন। এবার তিনিও বিদায় নেওয়ায়, বাংলা কাব্য সাহিত্যের যে অপূরণীয় ক্ষতি হলো, তা আর বলার অপেক্ষা রাখে না।

গত ১৪ ই এপ্রিল করোনা রিপোর্ট পজেটিভ আসে বর্ষিয়ান কবি শঙ্খ ঘোষের। দুদিন ধরে সর্দি-কাশিতে ভুগছিলেন তিনি। করোনা আক্রান্ত হলেও হাসপাতালে যেতে চাননি কবি। এ কারণে বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। গতকাল রাত থেকে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন তিনি। আজ তাঁকে ভেন্টিলেশনের চেষ্টা করেছিলেন চিকিৎসকেরা। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে সকাল সাড়ে ১১ টায় কবির মৃত্যু ঘটে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৮৯ বছরের দীর্ঘ বর্ণময় জীবন ছিল কবি শঙ্খ ঘোষের। মনীন্দ্র কুমার ঘোষ ও অমলা ঘোষের কৃতি সন্তান ছিলেন কবি শঙ্খ ঘোষ। তাঁর জন্ম ১৯৩২ সালের ৫ ই ফেব্রুয়ারি পূর্ববঙ্গে। পাবনাতে তাঁর প্রাথমিক শিক্ষা লাভ। পরবর্তীতে ১৯৫১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হয়েছিলেন তিনি। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর হন।

দীর্ঘ কর্মজীবনে একাধিক বার একাধিক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন কবি শঙ্খ ঘোষ। দিল্লি বিশ্ববিদ্যালয়, আইওয়া বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতীর মতো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন তিনি। শঙ্খ ঘোষের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ গুলির মধ্যে অন্যতম হলো, ‘বাবরের প্রার্থনা’, ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, ‘পাঁজরে দাঁড়ের শব্দ’, ‘মূর্খ বড় সামাজিক নয়’ ইত্যাদি। অসাধারণ কাব্য কৃতিত্বের জন্য বারবার নানা সম্মান লাভ করেছেন তিনি।

‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থ রচনার জন্য সাহিত্য একাডেমী পুরস্কার পেয়েছেন তিনি। রক্ত কল্যাণ নাটক অনুবাদ করেও পরবর্তীকালে আবার তিনি সাহিত্য একাডেমী পুরস্কার পেয়েছেন। এছাড়া তিনি পেয়েছেন রবীন্দ্র পুরস্কার, সরস্বতী সম্মান, জ্ঞানপীঠ পুরস্কার, পদ্মভূষণ সম্মান। আবার, বিভিন্ন সময়ে বারবার প্রতিবাদ ধ্বনিত হয়েছে কবি শঙ্খ ঘোষের কলমে। যার মধ্যে সত্তরের নকশাল আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক নাগরিকত্ব আইন কোন কিছুই বাদ পড়েনি।

“হয়তো এসেছিল, কিন্তু আমি দেখিনি
এখন কি সে অনেক দূরে চ’লে গেছে?
যাব যাব যাব।
সব তো ঠিক করাই আছে, এখন কেবল বিদায় নেওয়া,
সবার দিকে চোখ,
যাবার বেলায় প্রণাম, প্রণাম!
কী নাম?
আমার কোনো নাম তো নেই, নৌকো বাঁধা আছে দুটি,
দুরে সবাই জাল ফেলেছে সমুদ্রে—”
‘- ছুটি’ – শঙ্খ ঘোষ

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!