এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > অভিষেক ব্যানার্জির নির্দেশের ভিত্তিতে আজ পুরুলিয়ায় জরুরি বৈঠক – বাড়ছে জল্পনা

অভিষেক ব্যানার্জির নির্দেশের ভিত্তিতে আজ পুরুলিয়ায় জরুরি বৈঠক – বাড়ছে জল্পনা

একেই এবার জেলার পঞ্চায়েতে বেশ কয়েকটি আসন দখল করেছে বিজেপি। তাই পঞ্চায়েতের পর পুরসভাতেও যাতে এই গেরুয়া শিবিরের থাবা না পড়ে তার জন্য এখন থেকেই নিজেদের কাজে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে পুরুলিয়া জেলা নেতাদের নির্দেশ দিচ্ছে তৃনমূল শীর্ষনেতৃত্ব। সূত্রের খবর, কিছুদিন আগেই বাড়ি বাড়ি পানীয় জল পৌছে দিতে উদ্যোগী হয়েছে পুরুলিয়া পৌরসভা।

জানা যায়, এই পরিষেবা পেতে 500 টাকা লটারির পাশাপাশি সাধারন মানুষের জন্য 30 হাজার টাকা ডোনেশন এবং 2000 টাকা সার্ভিস চার্জ ধার্য করে পৌরসভা। আর এই এত টাকা দিতে না পারায় অনেকেই জল পরিষেবার এই সুযোগ পাওয়া থেকে পিছিয়ে এসেছেন। এদিকে পুরসভার এই কর্মকান্ডের কথা পৌছোয় তৃনমূল শীর্ষনেতৃত্বর কানেও। জানা যায়, দিন কয়েক আগেই এই পুরুলিয়ির বলরামপুরে সভা করে মঞ্চ থেকে নামার সময় পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান সামিম দাদ খান, ভাইস চেয়ারম্যান বৈদ্যনাথ মন্ডল এবং সকল কাউন্সিলরদের ডেকে জলের পরিষেবার জন্য সাধারন মানুষকে টাকা দেওয়ার বিষয় নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেন।

দলীয় সূত্রের খবর, এই বৈঠকেই যুব তৃনমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন যে কোনোভাবেই জলের পরিষেবা দিয়ে সাধারনের কাছ থেকে মোটা টাকা নেওয়া যাবে না। এটিকে দলের নীতিবিরোধী কাজ বলেও উল্লেখ করেন তিনি। আর দলের যুবরাজের নির্দেশ পেয়েই এব্যাপারে আজ একটি বৈঠকও ডেকেছেন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান।

এ প্রসঙ্গে পুরসভার জলের দ্বায়িত্বে থাকা ভাইস চেয়ারম্যান বৈদ্যনাথ মন্ডল বলেন, “এই জল পরিষেবায় সার্ভিস চার্জের 2000 টাকা বাদে আর কোনো অর্থই নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বোর্ড মিটিংয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।” অন্যদিকে তৃনমূল মানুষের দল। তাই সাধারন যাতে অসুবিধেয় না পড়ে তাই এই নির্দেশ দিয়েছেন দলের যুব সভাপতি বলে মত এই পুরুলিয়া পুরসভারই তৃনমূল কাউন্সিলর ছায়া দাস এবং বিভাস রঞ্জন দাসের। তবে পুরসভার এই নির্দেশ দলের যুব সভাপতি বাতিল করতে বললেও ঘোষিত হওয়া সিদ্ধান্ত কিভাবে বাতিল করবে পুর কতৃপক্ষ তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!