এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিষেককে ডাকার কারণেই পঞ্চায়েতে মুখ থুবড়ে পড়বে বিজেপি ! ইডির তলব নিয়ে বিস্ফোরক মদন !

অভিষেককে ডাকার কারণেই পঞ্চায়েতে মুখ থুবড়ে পড়বে বিজেপি ! ইডির তলব নিয়ে বিস্ফোরক মদন !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ আচরণের অভিযোগ বারবার তুলতে দেখা যায় তৃণমূল কংগ্রেসকে। ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। তবে তারপরে আগামী মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। যদিও বা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, নির্বাচনের কারণে তিনি এখন যেতে পারবেন না। নির্বাচন শেষ হওয়ার পর তিনি তদন্তে সহযোগিতা করবেন। আর এই পরিস্থিতিতে সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তার দাবি, ইডি এবং সিবিআই তৃণমূলের জন্য অত্যন্ত লাকি। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকার কারণে বিজেপি যাও বা কয়েকটা আসনে জিততে পারতো, সেটাও তারা জিততে পারবে না।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, “ইডি এবং সিবিআই তৃণমূলের জন্য অত্যন্ত লাকি। ওদের সক্রিয়তা আমাদের ছেলেদের শক্তিশালী করে দেয়। ওরা অভিষেককে ডেকেছে, এর ফলে বিজেপি যাও বা পঞ্চায়েতে 200-300 টা সিট পেতে পারতো, সেই কটা সিটও হয়তো বিজেপি পাবে না।” একাংশের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে আবারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং বিজেপিকে এক সুতোয় বেঁধে কটাক্ষ ছুড়ে দিলেন মদন মিত্র। তবে গেরুয়া শিবিরের ঘনিষ্ট মহলের একাংশ বলছেন, এসব বলে লাভের লাভ কিছুই হবে না। যারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে মদনবাবুর মতন নেতারা ভয় পেয়েছেন। সেই কারণে এই ধরনের কথা বলে পঞ্চায়েতের আগে খেলা ঘোরানোর চেষ্টা করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!