এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অনলাইন মনোনয়ন নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে বামফ্রন্ট

অনলাইন মনোনয়ন নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে বামফ্রন্ট

মনোনয়নপত্র পেশকে ঘিরে ফের নয়া জটিলতার মুখোমুখি নির্বাচন কমিশন ও রাজ্য। কলকাতা হাইকোর্ট এদিন প্রাক্তন মেয়র তথা সিপিএম আইনজীবি বিকাশ ভট্টাচার্যের ই-মনোনয়নের আর্জি খারিজ করে দিলো।স্বভাবতই ক্ষুব্ধ সিপিএম নেতা-আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ”শাসকের সন্ত্রাসের জেরে ত্রিস্তর পঞ্চায়েতের সিংহভাগ আসনে প্রার্থী দেওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে মনোনয়ন জমা নিতে পারলে অন-লাইনে নয় কেন? অথচ বিচারক বলছেন, তিনি এবিষয়ে হস্তক্ষেপ করবেন না। আমরা ডিভিশন বেঞ্চে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।”  

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কোর্ট রুমে দাঁড়িয়ে বিকাশ বাবু তাই সওয়াল করেছিলে,”হোয়াটসঅ্যাপে মনোনয়ন গ্রহণ হলে ইমেলে কেন হবে না?”  এইকারণে তিনি ইমেল মারফত পাঠানো মনোনয়নগুলি গ্রহণ করার আর্জি জানান। অবশ্য হাইকোর্ট বিকাশ বাবুর এদিনের আর্জি খারিজ করে দিয়ে স্বচ্ছ ভাষায় জানিয়ে দেয় যেহেত পঞ্চায়েত আইনে এইরকম কোনো বিধি নেই। তাই ইমেল মারফত জমা দেওয়া মনোনয়নপত্র পেশের ব্যাপারে আদালত হস্তক্ষেপ করবে না। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি ভাঙড়ের ৯ জন প্রার্থীর হোয়াটসঅ্যাপ মারফত মনোনয়ন বৈধতা পায়। সোমবারই ভাঙড় আন্দোলনের নেত্রী শর্মিষ্ঠা চৌধুরী মনোনয়নপত্র পেশের সময় বাধা দেওয়ার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ অনুয়ারী পোলেরহাট গ্রাম পঞ্চায়েতের ১১ জন মনোনয়নপত্র পেশে আগ্রহী প্রার্থী তাঁদের মনোনয়নপত্র পেশের সময়ে বাধা প্রাপ্ত হন। এঁদের মধ্যে ৯ জন প্রার্থী হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিডিও-র কাছে তাঁদের মনোনয়ন পাঠিয়েছিলেন। এমনকি দায়িত্ব প্রাপ্ত সরকারী আধিকারিক খোদ এই মনোনয়নপত্র স্বীকার করেন বলে শর্মিষ্ঠা দেবী আদালতে জানিয়েছেন। এই কথা শোনার পরেই আদালত নির্বাচন কমিশনকে ভাঙড়ের ওই ৯ জন প্রার্থীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে জমা দেওয়া মনোনয়নকে মান্যতা দেওয়ার জন্যে নির্দেশ দেয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!