এখন পড়ছেন
হোম > রাজ্য > ভাগাড় মাংস কাণ্ডে পুলিশের জালে প্রাক্তন বাম কাউন্সিলর, গ্রেপ্তারি পৌঁছল ১১ তে

ভাগাড় মাংস কাণ্ডে পুলিশের জালে প্রাক্তন বাম কাউন্সিলর, গ্রেপ্তারি পৌঁছল ১১ তে

ভাগাড় মাংস পাচারকান্ডে গ্রেফতার করা হল গয়েশপুর পুরসভার প্রাক্তন বাম কাউন্সিলার মানিক মুখোপাধ্যায়-কে। এর সঙ্গে গ্রেফতার করা হয় আরো ১১ জনকে।তবে পুলিশি তদন্তের মাধ্যমে অনুমান করা হচ্ছে এই কাজে যুক্ত রয়েছে আরো বহু রাঘব বোয়াল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন কাঁকিনাড়া থেকে তাঁকে ধরে বজবজ থানায় নিয়ে এসে জেরা করা হয়। জেরায় তিনি কবুল করেন ধাপা থেকে মরা পশুর মাংস পাচারের কথা।জেরায় তিনি জানিয়েছেন যে,বিহারের বাসিন্দা সানি মালিক ও তার দলবল যারা কোলকাতার চারপাশে ভাগাড়ে ফেলে দেওয়া মরা পশুর মাংসের ব্যবসা করতো,তাদের সঙ্গে যোগাযোগ আছে তাঁর। এরপর শুক্রবার সকালে তাঁকে হেফাজতে নেওয়া হয় ।রাজনৈতিক সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, ষাটোর্দ্ধ মানিকবাবু ছিলেন ১৯৯০ – ২০০০ সাল অব্দি গয়েশপুর পুরসভার বাম কাউন্সিলার।তাই কল্যানীর ধাপার দায়িত্ব ছিল তাঁর হাতে ।এতটাই প্রতিপত্তি ছিল তাঁর যে অবসর নেবার পরেও ধাপার লাগাম তাঁর হাতেই তিনি রেখেছিলেন। জানা গেছে আরো কে কে যুক্ত তা জানার চেষ্টা করছে পুলিশ।এখন পুলিশি তৎপরতায় এই পাচারচক্রের কারবারীদের কত তাড়াতাড়ি গ্রেফতার করা যায় সেটাই দেখার!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!