সভাপতি পদ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ রাজ্য February 1, 2018 তাকে সরানোর জন্য তার বিরুদ্ধেই দলে চলছে নানান ষড়যন্ত্র।এদিন বাড়ি থেকে সাংবাদিক বৈঠকে এমনটাই অভিযোগ তুললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।পাশাপাশি তিনি জানান কেন্দ্রীয় নেতারা এখনো তার পাশে আছেন।তার অসুস্থতার সুযোগ নিয়ে কেউ কেউ তার জায়গায় দখল করতে চাইছে। আমাদের ফেইসবুক পেজে নতুন নিউস পোস্ট করতে খুব অসুবিধা হচ্ছে। সব পোস্ট করাও যাচ্ছে না। তাই দয়া করে নতুন নিউস পড়তে চোখ রাখুন আমাদের ওয়েব পেজ এ http://bengali.priyobandhu.com ভুয়ো প্রচার চালিয়ে চাইছে তাকে দল থেকে সরিয়ে দিতে।উল্টোদিকে কেন্দ্রীয় নেতৃত্বরা এই সকল কথায় কান না দিয়ে সরাসরি তার কাছ থেকে চিকিৎসার কাগজপত্র চেয়ে পাঠান এবং তাকে একই সাথে বাড়ি থেকে কাজ করবার অনুমতিও দেওয়া হয়। মূলত এদিন দিলীপবাবুর এই সকল মন্তব্যে রাজনৈতিক মহল সৃষ্টি হয়েছে গুঞ্জন। অনেকের মতে একদিকে বিজেপি যখন আসন্ন নির্বাচনীগুলিতে রাজ্য শাসকদলের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছেন তখন অন্যদিকে বিজেপির গোষ্ঠীকোন্দলের ঘটনায় সেই স্বপ্ন ভঙ্গ হতে পারে।আর যদি তা হয় তাহলে রাজ্য বিজেপির পিছিয়ে পড়বে সে ধারণা অনেকের। আপনার মতামত জানান -