এখন পড়ছেন
হোম > রাজ্য > এসইউসিআই এর আঁতুড়ঘরে সংগঠন বাড়ালো বিজেপির

এসইউসিআই এর আঁতুড়ঘরে সংগঠন বাড়ালো বিজেপির


হাইকোর্টের স্থগিতাদেশে পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া সাময়িকভাবে অবরুদ্ধ। এই সুযোগে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের দলীয় কর্মীসভার মাধমে সংগঠনকে সুদৃঢ় করার কাজে মগ্ন। বুধবার দক্ষিণ ২৪ পরগণার কুলতলি থানার জামতলায় বিজেপির জনসভা আয়োজিত হলো।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সেখানে উল্লেখযোগ্যভাবেই তৃণমূল কংগ্রেস, সিপিএম, এসইউসিআই-এর কয়েকশো দলীয় সমর্থক  বিজেপি দলে যোগদান করলেন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন দলের নব্য যোগদানকারী সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিতে তাঁদের স্বাগত জানালেন। এই জনসভার মারফত ঐ জেলার নির্বাচনের প্রচার শুরু করে দিলীপ বাবু বললেন, “নির্বাচন কমিশন যদি আমাদের আরও দু’দিন সুযোগ দেয় তাহলে আমরা রাজ্যের সমস্ত বুথেই প্রার্থী দেব। আমরা আরও পনেরো হাজার মনোনয়ন পত্র তৈরি রেখেছি।”  তিনি দাবি করলেন আগামী অগস্ট মাস থেকে পশ্চিমবাংলায় নতুন দিন আসছে । পাশাপাশি এদিন তিনি বললেন, “বাড়িতে বাঁশে তেল মালিশ করে রাখুন, তৃণমূলের গুণ্ডারা আপনাদের মারতে এলে এমন ধোলাই দেবেন যে, বাড়ি ফেরার আগে হাসপাতাল ঘুরে বাড়ি ফিরতে হয় ওদের। পুলিশ ও তৃণমূল কাউকেই ভয় পাবেন না। এই পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!