এখন পড়ছেন
হোম > জাতীয় > আজ বিজেপির হাইপ্রোফাইল বৈঠক, কারা হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী? সামনে এলো বড় তথ্য!

আজ বিজেপির হাইপ্রোফাইল বৈঠক, কারা হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী? সামনে এলো বড় তথ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 400 পারের স্লোগান দিয়ে ২৪০ টি আসন দখল করেই সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে‌। সেদিক থেকে ক্ষমতা দখলের জন্য এবার তাদের জোট শরিকদের ওপরেই ভরসা করতে হবে। গতকালই জোট শরিকদের সঙ্গে বৈঠক করে তারাই যে সরকার গঠন করছেন, তা ঠিক করে ফেলেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। তবে এবার তাদের কাছে একটা বড় চাপের কারণ আসতে চলেছে।

কারণ যে সমস্ত শরিকরা তাদেরকে সমর্থন করছেন সরকার গঠনের জন্য, তাদের পক্ষ থেকেও বেশ কিছু দাবি দাওয়া রাখা হয়েছে। বেশ কিছু মন্ত্রী পদের দাবি জানিয়েছেন তারা। তাই সবদিক সামাল দিয়ে এমনকি নিজেদের দলকে কতগুলো মন্ত্রী পদ দেওয়া হবে এবং শরিকদের কিভাবে সন্তুষ্ট রাখা হবে, তা নিয়েই হতে চলেছে আজকের ভাইটাল আলোচনা।

সূত্রের খবর, আজ নিজের বাসভবনে দফায় দফায় একাধিক বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ইতিমধ্যেই সমস্ত সাংসদদের দিল্লি ডেকে পাঠানো হয়েছে। ডেকে পাঠানো হয়েছে বিজেপির দখলে থাকা সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রীদেরকেও। আর সেখানেই নিজেদের দলীয় স্তরে আলোচনা করে নিজেদের যারা সাংসদরা রয়েছেন, তাদের মধ্যে কতজনকে কেন্দ্রীয় মন্ত্রী দেওয়া হবে বা কতজন প্রতিমন্ত্রী হবেন, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে।

বাকি মন্ত্রী পদগুলো কিভাবে শরিক দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে, সেই ব্যাপারেও আজকের বৈঠক থেকে নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত। সেদিক থেকে আজকের বৈঠকের ওপর যে অনেক কিছু নির্ভর করছে, তা বলার অপেক্ষা রাখে না। তাই বিজেপির সর্বভারতীয় সভাপতির দলীয় সাংসদদের সঙ্গে এবং নেতৃত্বের সঙ্গে এই রুদ্ধদ্বার বৈঠক থেকে কোনো গোপন খবর সামনে আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!