এখন পড়ছেন
হোম > জাতীয় > অনির্দিষ্টকালের জন্য নারদ মামলার শুনানি পিছিয়ে যেতে পারে হাইকোর্টে

অনির্দিষ্টকালের জন্য নারদ মামলার শুনানি পিছিয়ে যেতে পারে হাইকোর্টে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  হাইকোর্টে নারদ মামলার শুনানি বেশিদূর এগোয়নি। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে, হাইকোর্টে নারদ মামলার শুনানি পিছিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কারণ, এবার নারদ মামলার শুনানি সুপ্রিমকোর্টে হতে চলেছে আগামী মঙ্গলবার। সুপ্রিম কোর্ট নির্দিষ্ট রায় না দেওয়া পর্যন্ত হাইকোর্টের শুনানি স্থগিত হয়ে যাবার যথেষ্ট কারণ রয়েছে। বিচার কাজে বাধা পড়তে পারে, এমন আশঙ্কায় নারদ মামলা রাজ্যের বাইরে সরিয়ে নিয়ে যাবার আর্জি জানিয়েছে সিবিআই।

নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইন মন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধে নিজেদের প্রভাব খাটানোর অভিযোগ করেছিল সিবিআই। এর পর মুখ্যমন্ত্রী ও আইন মন্ত্রীর হলফনামা গ্রহণ করেনি হাইকোর্ট। যার বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই বিষয়ে তাদের বক্তব্য শুনতে হবে আদালতকে। তাই মঙ্গলবার এর শুনানি পর্যন্ত হাইকোর্টে মামলার প্রক্রিয়া স্থগিত থাকার সম্ভাবনা তৈরি হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সিবিআইয়ের পক্ষ থেকে হাইকোর্টে অভিযোগ করা হয়েছে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইন মন্ত্রী মলয় ঘটক নিজেদের প্রভাবকে কাজে লাগিয়ে বাধার সৃষ্টি করছেন। সিবিআইয়ের এই অভিযোগের বিরুদ্ধে আদালতে রাজ্য সরকারকে বক্তব্য রাখার সুযোগ দেয়া হলে তার বিরুদ্ধে আপত্তি জানিয়েছিলেন সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা। তিনি অভিযোগ করেছিলেন, তাঁর সওয়াল শেষ হয়ে যাবার পর রাজ্যকে নিজেদের বক্তব্য রাখার সুযোগ দেয়া হচ্ছে। যারা দ্বারা নারদ মামলায় অভিযুক্ত হেভিওয়েটদের সাহায্য করার চেষ্টা করা হচ্ছে। হাইকোর্টের পক্ষ থেকে তাঁর এই দাবি মেনে নেওয়া হয়েছিল।

এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। সুপ্রিমকোর্টে রাজ্য সরকার ও আইন মন্ত্রী মলয় ঘটকের হয়ে সওয়াল করেছেন আইনজীবী বিকাশ সিংহ ও রাকেশ দ্বিবেদী। তাঁরা দাবি করেছেন, জরুরি প্রক্রিয়ায় তাঁদের হলফনামা জমা নিতে হবে। না হলে আদালত মামলার সত্যতা জানতে পারবে না। এ প্রসঙ্গে আইনজীবী বিকাশ সিংহ জানিয়েছেন যে, হলফনামা জমা দিতে গেলে হাইকোর্টের অনুমতি নেওয়ার কোন দরকার ছিল না। কিন্তু এরপরও রাজ্য সরকার এর অনুমতি চেয়েছিল। এরপর সুপ্রিম কোর্টে আগামী মঙ্গলবার এর শুনানির দিন ধার্য করা হয়েছে। এরপর সলিসিটার জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, এ বিষয়ে সিবিআইকে বক্তব্য রাখার সুযোগ দিতে হবে আদালতে। অর্থাৎ, হাইকোর্ট ছাড়িয়ে এবার সুপ্রিম কোর্টে নারদ মামলা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!