এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > আর ঢিলেমি নয়, এবার চোর ধরতে অ্যাকশন নিক সিবিআই ! উচ্ছ্বসিত শুভেন্দু !

আর ঢিলেমি নয়, এবার চোর ধরতে অ্যাকশন নিক সিবিআই ! উচ্ছ্বসিত শুভেন্দু !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এতদিন একের পর এক নিয়োগ দুর্নীতি হলেও, আসল চোরদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ার কারণে রীতিমত হতাশ হয়েছে বাংলা। বারবার আদালতের কাছেও কথা শুনতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। কিন্তু তারপরেও তাদের পদক্ষেপ সকলকে হতাশ করছে। তবে আজ ওএমআর শিট কেলেঙ্কারি নিয়ে বিচারপতি যে নির্দেশ দিয়েছেন, তার ফলে সকলেই উচ্ছ্বসিত। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যে বিশেষজ্ঞরা এর রহস্য ভেদ করতে পারে, তাদের কাছেই গিয়ে পুরো বিষয়টি উদ্ধার করতে হবে।

অর্থাৎ একেবারে শিকড় থেকে যে দুর্নীতিকে তুলে আনতে হবে, তা আদালতের এই নির্দেশের ফলেই স্পষ্ট বলেই দাবি করছে বিরোধীরা। আর সেই জায়গায় দাঁড়িয়ে আদালতের এই বক্তব্যকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কেন্দ্রীয় এজেন্সির উদ্দেশ্যে বড় বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।প্রসঙ্গত, এদিন বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ নিয়ে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “আমি গাড়িতে আসতে আসতে গোটা বিষয়টা দেখেছি। বিচারপতির এই নির্দেশকে আমি স্বাগত জানাই। এবার সিবিআই ধানাইপানাই না করে অ্যাকশন নেওয়া শুরু করুক।”

একাংশ বলছেন, শুভেন্দুবাবুর এই বক্তব্যে স্পষ্ট হয়ে গেল যে, তিনি কেন্দ্রীয় এজেন্সির ঢিলেমিতে খুব একটা খুশি নন। তবে এদিন বিচারপতির বক্তব্যের পর যাতে দ্রুত কেন্দ্রীয় এজেন্সি পদক্ষেপ নেওয়া শুরু করে এবং রহস্য ভেদ করতে তৎপর হয়, সেই বিষয়টিই স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!