এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্য সরকারি কর্মীদের জন্য বড়সড় সুবিধা ঘোষণা করল রাজ্য সরকার – জানুন বিস্তারিত

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড়সড় সুবিধা ঘোষণা করল রাজ্য সরকার – জানুন বিস্তারিত

এবার সরকারি কর্মচারীদের সুবিধার্থে এক নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন সময়ে সমাজের প্রত্যেক স্তরের মানুষের কথা চিন্তা করে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহন করেছে তৃনমূল সরকার। এবার তাতে আরও একধাপ এগোচ্ছে তাঁরা।

সূত্রের খবর, রাজ্যের সরকারি কর্মচারীদের পোষ্যদের নাম নথিভুক্তিকরনে এতদিন যে জটিলতার সম্মুখীন হতে হত এবার তা থেকে মুক্তি পেতে পুরো বিষয়টিকে অনলাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে ফেলতে চাইছে রাজ্য সরকার। জানা গেছে, এতদিন সঠিক নথি জমার পরেও সরকারি কর্মীদের পোষ্যদের কাছে সুবিধা পৌছোত না। তাই এবারে সংশ্লিষ্ট কর্মীদেরকেই তাঁর যাবতীয় তথ্য অনলাইনে জমা করতে বলা হয়েছে। গত 14 সেপ্টেম্বর এই ব্যাপারে একটি নির্দেশিকা জারি করেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব (অর্থ) হরেকৃষ্ন দ্বিবেদী। এদিকে এই প্রক্রিয়া শুরুর জন্য এইচআরএমএস নামে এক সফটওয়ার মডিউলের কাজও ইতিমধ্যেই শেষ হয়েছে। এতদিন সরকারি কর্মচারীদের পোষ্যগুলির নথি কাগজে থাকত। যার জেরে পরে তাতে অসুবিধের সৃষ্টি হত। তাই এবারে এই অনলাইনে সেই সমস্ত নথি অন্তর্ভুক্তিকরন হলে তাতে সেই কর্মীর মৃত্যুর পর তার পেনশন পাওয়ার ক্ষেত্রেও কোনোরুপ জটিলতা তৈরি হবে না বলে মনে করছেন অনেকে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিকে সরকারের এহেন উদ্যোগে খুশি তৃনমূল কংগ্রেসের সরকারি কর্মচারী সংগঠন রাজ্য কর্মচারী ফেডারেশন। এদিন এই প্রসঙ্গে সংগঠনের মেন্টর গ্রুপের আহ্বায়ক মনোজ চক্রবর্তী বলেন, ” এই জনদরদী সরকারের প্রথম কার্যকরী পদক্ষেপ ছিল এইচআরএমএস চালু করা। এবার সরকারি কর্মীদের পোষ্যদের সুবিধা পাওয়ার ব্যাবস্থাতেও সরলীকরন আনতে চাইছে সরকার।” পাশাপাশি এই ব্যাপারে সরকারের প্রশংসা করে মালদহের তৃনমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন বলেন, “স্বাস্থ্য কর্মী থেকে পোষ্যদের অনলাইন সুবিধা। সরকারি কর্মীদের জন্য মুখ্যমন্ত্রী আপ্রান চেষ্টা করছেন।” সব মিলিয়ে এখন সরকারি কর্মীদের সাথে তাঁদের পোষ্যদের প্রতিও দরদী ভূমিকায় রাজ্য সরকার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!