এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলার ‘নারী নির্যাতন’ রুখে দিতে এবার বড়সড় পদক্ষেপ গেরুয়া শিবিরের! জেনে নিন বিস্তারিত ভাবে

বাংলার ‘নারী নির্যাতন’ রুখে দিতে এবার বড়সড় পদক্ষেপ গেরুয়া শিবিরের! জেনে নিন বিস্তারিত ভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ শোনা যায়। রাতে, দিনে যেকোনো সময় মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই এবার মহিলাদের নিরাপত্তার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে এগিয়ে এলো রাজ্যের বিজেপি মহিলা মোর্চা। সেই সূত্রে মঙ্গলবার রাজ্য বিজেপি দপ্তর থেকে সাংবাদিক সম্মেলন করলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। এবং জানালেন, এ রাজ্যে এবার মহিলাদের সুরক্ষায় চালু হতে চলেছে একটি হেল্পলাইন।

কোনো মহিলা বিপদের সময় বিজেপি মহিলা মোর্চাকে যাতে পাশে পায়, তার জন্যই এই নতুন উদ্যোগ নিয়েছে বিজেপি মহিলা মোর্চা বলে জানা গিয়েছে। এবার একটি হেল্পলাইন নম্বর চালু হচ্ছে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে। যেখানে যেকোন মহিলা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তাঁর সমস্যার কথা বলতে পারবেন। এরপর মহিলা মোর্চা থেকে পাল্টা অভিযোগকারিণীকে ফোন করে তাঁর সমস্যা রেকর্ড করার নির্দেশ দেওয়া হবে। সেই অভিযোগ খতিয়ে দেখে মহিলা মোর্চার পক্ষ থেকে এরপর অত্যাচারিত মহিলার পাশে দাঁড়াবে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্যাতিত,অত্যাচারিত মহিলাদের রক্ষা থেকে শুরু করে পুলিশ নিরাপত্তা সমস্ত কিছুরই ব্যবস্থা করবে বিজেপি মহিলা মোর্চা বলে জানা গেছে। ইতিমধ্যেই আগামী 10 অক্টোবর রাজ্যের সমস্ত জেলায় 50 জন মহিলা নিয়ে শুরু হচ্ছে বিজেপির মার্শাল আর্ট প্রশিক্ষণ। আর তার পাশাপাশি এবার নারী সুরক্ষায় হেল্পলাইন চালু করল বিজেপি মহিলা মোর্চা। এ প্রসঙ্গে অগ্নিমিত্রা পল জানিয়েছেন, নারীদের সুরক্ষা প্রদান করতেই এই সাধু উদ্যোগ। অন্যদিকে অগ্নিমিত্রা পলের হাত দিয়ে একটি বুকলেট প্রকাশ করে বিজেপি এদিন।

যার মধ্যে রাজ্যের নারী নির্যাতনের বিভিন্ন ঘটনা ও খুনের ঘটনা রয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, রাজ্য সরকারকে প্রতিনিয়ত মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। সবরকম সাবধানতা সত্বেও মহিলাদের বিভিন্ন সময় পথেঘাটে হয়রানির শিকার হতে হয়। সেদিক থেকে রাজ্য বিজেপি মহিলা মোর্চার এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির এই উদ্যোগ যথেষ্ট সাড়া ফেলবে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!