এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > বাঁকুড়ার তালড্যাংরায় উদ্ধার অচেনা গোত্রের জন্তু

বাঁকুড়ার তালড্যাংরায় উদ্ধার অচেনা গোত্রের জন্তু


শিবদাস ব্যানার্জী ,বাঁকুড়া,তালডাংরা :- আজ সকালে তালডাংরা মাজি পাড়ার কাছে একটি কুয়োর মধ্যে পড়ে থাকতে দেখা গেলো একটি অচেনা প্রজাতির জন্তু। সকাল সকাল এরকম একটি খবর পেয়ে ছুটে আসে এলাকার মানুষ। কিছুক্ষনের মধ্যেই ভীড় জমে যায়। অজানা প্রাণী দেখে যে যা খুশি নাম দেইয়াতে হয়ে ওঠে ব্যস্ত।

প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ – Priyo Bandhu Bengali

—————————————————————————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এমন সময় ঘটনার খবর পেয়ে এসে পৌঁছায় সেখানে পঞ্চায়েত প্রধান শ্রী অরুনকুমার ঘোষ পরে তিনি এলাকার মানুষের ও বন বিভাগের সাহায্য নিয়ে জন্তুটিকে উদ্ধার করেন ও বনবিভাগের হাতে সুস্থ অবস্থায় তুলে দেন।বনবিভাগ সূত্রে জানা যাচ্ছে এটি একটি বিরল প্রজাতির জন্তু নাম এশিয়ান প্যাম্প সিভেক্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!